কক্সবাজারের পেকুয়ায় সিএনজি চালিত অটোরিকশার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনে পুড়ে আহত সাতজনের মধ্যে দগ্ধ ছৈয়দ আলম (৩৫) নামের একজনের মৃত্যু হয়েছে।
সোমবার রাত ৮টার দিকে ঢাকাস্থ শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় বলে পরিবার সদস্যরা ফোনে জানান। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত তাঁর মরদেহ এলাকায় আনা হয়নি।
নিহত ছৈয়দ আলম উখিয়া উপজেলার বালুখালী এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে। তিনি পরিবার নিয়ে ৭-৮ বছর ধরে পেকুয়া সদর ইউনিয়নের ভোলাইয়াঘোনা গ্রামে ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।
২ জুলাই দুপুরে আলহাজ কবির আহমদ চৌধুরী বাজারের পশ্চিম অংশে রুহুল আমিন নামের এক ব্যক্তির গ্যারেজে সিএনজি চালিত অটোরিকশার গ্যাস সিলিন্ডার পরিষ্কার করার সময় বিস্ফোরণ ঘটে। এতে শিশুসহ ৭ জন গুরুতর আহত হয়। মারাত্মকভাবে দগ্ধ হয় ছৈয়দ আলম। তাকে প্রথমে চমেকে ও পরে ঢাকাস্থ শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চিকিৎসা দেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। এ ঘটনায় আহত অপর ছয়জন এখনো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুর রহমান মজুমদার বলেন, দগ্ধ একজনের মৃত্যু হয়েছে বলে শুনেছি। তবে মঙ্গলবার বিকাল পর্যন্ত নিহতের পরিবারের কেউ থানায় যোগাযোগ করেনি।