কালপুরুষ নাট্য সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা খ্যাতিমান নাট্যব্যাক্তিত্ব, নাট্য অভিনেতা, গুণী সংগীতশিল্পী, সুরকার, গীতিকার প্রয়াত শান্তনু বিশ্বাসের গত ১২ জুলাই ছিল ২য় মৃত্যুবার্ষিকী।
এই উপলক্ষে কালপুরুষ নাট্য সম্প্রদায় তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধার্ঘ্য জানিয়ে ‘তুমি আছো তাই’ শীর্ষক স্মরানুষ্ঠানের আয়োজন করে।
কথামালা,আবৃত্তি,গান ও তাঁর সৃষ্টি করা নাটকের বিভিন্ন পাঠের মধ্যে দিয়ে তাঁকে স্মরণ করা হয়।
কথামালায় অংশ নেন-নাট্যজন শিশির দত্ত, অধ্যাপক মাঈনুল হাসান চৌধুরী, নাট্যজন অভিজিৎ সেনগুপ্ত, নাট্যজন খোরশেদুল আলম।
সংগীত মাধ্যমের তাঁকে স্মরণ করেন-বরেণ্য সংগীতশিল্পী ফাতেমা তুজ জোহরা,কাজী মাহতাব করিম,অমৃতা নন্দিনী,করবী দাশ, পৃথা প্রমিতা।
আবৃত্তিতে অংশ নেন-শাওলী রায়, ত্রিপুরা ভারত থেকে। এছাড়াও শিমুল নন্দী, আফরোজা নীরু ও জাভেদ হোসেন।
পাঠ করেন-সনজীব বড়ুয়া ও সাহিদ উদ্দিন আহমেদ।
সঞ্চালনায় ছিলেন প্রবীর পাল।
ধন্যবাদ জ্ঞাপনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি করেন অধ্যাপক কুন্তল বড়ুয়া। শুভেচ্ছা জ্ঞাপন করেন প্রকৌশলী প্রকাশ ঘোষ। এছাড়াও তারুণ্যে উচ্ছ্বাস-শান্তনু বিশ্বাস স্মরণ শীর্ষক স্মরানুষ্ঠান আয়োজন করেন।
স্মৃতিকথনে অংশ নেন-কামরুল হাসান বাদল, ডেইজী মওদুদ, সেলিনা শেলী ও শুভ্রা বিশ্বাস। সংগীত পরিবেশনা করেন-শ্রেয়সী রায়।
আবৃত্তি করেন-মিলি চৌধুরী ও শ্রাবণী দাশগুপ্তা। নাটক থেকে পাঠ উপস্থাপন করেন-সাহিদ উদ্দিন আহমেদ।
সেই সাথে ‘নরেন আবৃত্তি একাডেমী’ শান্তুনু বিশ্বাস স্মরণে নও কাছে নও দূরে শীর্ষক স্মরনানুষ্ঠানের আয়োজন করে।