কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালীতে র্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে দেড় কোটি টাকার ইয়াবাসহ মামুন রশীদ(২২) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব।
১৪জুলাই(মঙ্গলবার) সকালে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর একটি টিম পালংখালী ইউসুফ এন্ড ব্রাদার্স ফিলিং স্টেশন এলাকায় চেকপোস্ট স্থাপন করে তল্লাশি শুরু করে। টেকনাফ থেকে আসা যাত্রীবাহী সিএনজি থামানোর সংকেত দিলে পালানোর চেষ্টাকালে হোয়াইক্যং কেরুনতলী এলাকার আব্দুল জব্বারের ছেলে মামুন রশীদ কে ধৃত করে সিএনজি জব্দ সহ তাকে আটক করতে সক্ষম হয়। এসময় সিএনজির সিটের নিচে তল্লাশি করে ৫০হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ ধৃত মাদক কারবারীদের উখিয়া থানায় সোর্পদ করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার মূল্য আনুমানিক দেড় কোটি টাকা বলেও জানান তিনি।