ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০- ২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ৩১ জুলাইয়ের পরিবর্তে ১ অক্টোবর থেকে শুরু করার সুপারিশ করা হয়েছে। মঙ্গলবার (১৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভায় এ সুপারিশ করা হয়।
সভায় ১ অক্টোবর ‘ক ইউনিট’ ২ অক্টোবর ‘খ ইউনিট’, ৯ অক্টোবর ‘চ ইউনিট’, ২২ অক্টোবর ‘গ ইউনিট’ এবং ২৩ অক্টোবর ‘ঘ ইউনিট’ এর পরীক্ষা গ্রহণের সুপারিশ করা হয়।
এর আগে ৩১ জুলাই থেকে পরীক্ষা শুরুর সুপারিশ করেছিল ডিনস কমিটি এবং পরে অ্যাকাডেমিক কাউন্সিল তা অনুমোদন করেছিল।
কিন্তু দেশের কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় পরীক্ষা পিছিয়ে নেওয়ার সুপারিশ করেন বিভিন্ন অনুষদের ডিনরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক ইউনিটের মাধ্যমে বিজ্ঞান অনুষদভুক্ত বিভিন্ন বিভাগে ভর্তি করা হয়। খ ইউনিটের মাধ্যমে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ, গ মাধ্যমে ব্যবসায় শিক্ষা অনুষদ এবং চ ইউনিটের মাধ্যমে চারুকলা অনুষদে শিক্ষার্থী ভর্তি করা হয়। আর ঘ ইউনিটের মাধ্যমে শিক্ষার্থীরা স্ব স্ব অনুষদ থেকে অন্য অনুষদে ভর্তির আবেদন করেন।