চট্টগ্রাম সিটি করপোরেশনের ১১টি কেন্দ্র ও ১৪টি উপজেলায় একযোগে শুরু হয়েছে গণটিকা কার্যক্রম।
আজ মঙ্গলবার (১৩ জুলাই) সকাল থেকে এ টিকা কার্যক্রম শুরু হয়।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার ১১টি কেন্দ্রে মডার্না ও চট্টগ্রাম জেলার ১৪টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিনোফার্মের টিকা দেওয়া হচ্ছে।
চসিক সূত্রে জানা গেছে, প্রথম দিনে চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় মডার্না টিকা নিয়েছেন ৬ হাজার ৫৪ জন। এদের মধ্যে পুরুষ ৩হাজার ৮৪৭জন এবং মহিলা ২ হাজার ২০৭ জন।
চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আক্তার চৌধুরী বলেন, শুধু মাত্র রেজিষ্ট্রেশনকারীরা এ টিকা পাবেন। তাছাড়া মোবাইলের ম্যাসেজ ছাড়া ভ্যাকসিন কেন্দ্রে টিকা দেওয়া যাবে না। এছাড়া কোনো অবস্থাতেই কেন্দ্র পরিবর্তন করা যাবে না বলেও জানান তিনি।
সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি বলেন, শুধু যারা সুরক্ষা অ্যাপে রেজিস্ট্রেশন করেছেন এবং এসএমএস পেয়েছেন তারা টিকা গ্রহণ করতে পারছেন। রেজিস্ট্রেশন ছাড়া কেউ টিকা পাবেন না। এখন ৩৫ বছর বয়সের ঊর্ধ্বে সবাই টিকার জন্য রেজিস্ট্রেশন করার সুযোগ পাচ্ছেন।
এর আগে গত ১১ জুলাই চীন ও যুক্তরাষ্ট্রের তৈরি সিনোফার্ম এবং মডার্নার ১ লাখ ৮৪ হাজার ডোজ টিকা চট্টগ্রামে এসে পৌঁছায়।