চট্টগাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলীর কলেজ বাজার এলাকায় বান্দরবান জেলা পরিষদের গাড়ির ধাক্কায় মোঃ তানভীর (১০) নামে এক শিশু গুরুতর আহত হয়েছে।
আজ মঙ্গলবার, ১৩ জুলাই দুপুর আড়াইটায় এ ঘটনা ঘটে।আহত মোঃ তানভীর পটিয়া উপজেলার কৈয়গ্রাম ভোলা সওদাগরের বাড়ির মোঃ ইউনুছের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে শিশুটি রাস্তা পারাপারের সময় কলেজ বাজার এলাকায় বান্দরবান জেলা পরিষদের জীপ গাড়ি ( নম্বর-১১০০১৬ বান্দরবান) সজোরে এসে ধাক্কা মারে। কোন ধরনের না থামিয়ে গাড়িটি দ্রুত চলে যায়।
ঘটনাটি দেখে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে পাশের সাউথ চট্টগ্রাম হসপিটালে নিয়ে যায়। অবস্থার অবনতি দেখায় তাৎক্ষনিক শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রেরণ করা হয়।
সুত্র জানায়, পুলিশ বক্স ও সড়কের সিসিটিভি ফুটেজ দেখে কর্ণফুলী থানা পুলিশ গাড়িটি কোথাকার জানার চেষ্টা করছে।
বিষয়টি নিশ্চিত করছেন ঘটনাস্থল পরিদর্শন কারী কর্ণফুলী থানার এসআই মোঃ মোশারফ হোসেন