মরিচের গুঁড়ো মেরে আত্নরক্ষা,ধর্ষক আটক

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

ডবলমুরিং থানায় ব্ল্যাকমেইল করে এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. জাহাঙ্গীর আলমকে (২২) গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১২ জুলাই) রাতে আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জাহাঙ্গীর কুমিল্লা জেলার চান্দিনা থানার মহনপুর গ্রামের মো. ওয়াহিদের ছেলে। জাহাঙ্গীর এক শিশুর ছবি এডিট করে নগ্ন ছবি বানিয়ে, তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করে।

এরপর আরও দুইবার ধর্ষণের চেষ্টা করলেও শিশুটি মরিচের গুঁড়া মেরে আত্মরক্ষা করে!ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ভিকটিম ১৪ বছরের শিশু। স্থানীয় একটি বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়ে।

তার বাবা ফলের ব্যবসায়ী, মা গার্মেন্টস কর্মী। জাহাঙ্গীর প্রায়ই ভিকটিমকে বিরক্ত করত, কথা বলতে চাইত।

কিন্তু ভিকটিম তাকে গুরুত্ব দিত না। একদিন কেউ না থাকার সুযোগে জাহাঙ্গীর বাসায় চলে আসে। এ সময় ভিকটিম চিৎকারের চেষ্টা করলে জাহাঙ্গীর তাকে কিছু নগ্ন ছবি দেখায়। মূলত ভিকটিমের ছবি এডিট করে জাহাঙ্গীরই ওই ছবি বানায়। এসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে শিশুটিকে ধর্ষণ করে। এ ঘটনার পরপরই ভিকটিম তার মোবাইল বন্ধ করে দেয়।

কিন্তু লোকলজ্জার ভয়ে ঘটনা কাউকেই বলেনি। তার কিছুদিন পর আবারও জাহাঙ্গীর আসে। কিন্তু তাকে দরজায় আসতে দেখেই ভিকটিম মরিচের গুঁড়া নিয়ে তার মুখে মেরে দেয় এবং সেদিনের মতো নিজেকে রক্ষা করে। এরপর জাহাঙ্গীর আরও একবার আসে। ভিকটিম একই কায়দায় মরিচের গুঁড়া মেরে আত্মরক্ষা করে।

মরিচের গুঁড়ার ভয়ে কাছে ঘেঁষতে না পারায় জাহাঙ্গীর অন্যভাবে শিশুটিকে ঘায়েল করার চেষ্টা করে। শেষে আজ ৯৯৯ নম্বরে ফোন করে অভিযোগ জানালে তাকে গ্রেফতার করা হয়।

ভিকটিমের মা বাদি হয়ে জাহাঙ্গীরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.