২১নং জামালখান ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সদস্য প্রকৌশলী বিজয় কুমার চৌধুরী কিষানের সার্বিক ব্যবস্থাপনায় করোনায় কর্মহীন অসহায় দুস্থ শ্রমজীবী ও ভাসমান মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
আজ ১২ জুলাই রবিবার দুপুরে নগরীর কাজির দেউরী, জামালখান, চেরাগী পাহাড়, আন্দরকিল্লা মিসকিন শাহ মাজার এলাকায় প্রায় চার শতাধিক গরিব দুস্থ শ্রমজীবী ভাসমান মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
এইসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, জামালখান ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহ্বায়ক ইকবাল আহমেদ ইমু, যুবলীগ নেতা ইসমাইল উদ্দিন লিটন, শফিকুল ইসলাম, সন্দীপন সরকার মান্না, মাসুম নেওয়াজ, ছোটন দত্ত, মো. মাসুম, রাকিব হোসেন, রাকিব উদ্দিন প্রমুখ।
নোমান আল মাহমুদ বলেন, করোনা মহামারিতে বিপর্যস্ত অসহায় মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানসহ সর্বস্তরের মানুষকে বিজয় কিষানের মতো এগিয়ে আসার আহ্বান জানান।