কোনবানীর ঈদকে সামনে রেখে শিথিল হতে যাচ্ছে লকডাউন। ঈদে যাতে মানুষ চলাচল ও কোরবানীর পশু কেনাবেচা করতে কোন সমস্যা না হয় সে লক্ষ্যে লকডাউন শিথিল করতে যাচ্ছে সরকার।
এই সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলবে গণপরিবহণ। খোলা থাকবে শপিংমল ও দোকানপাট। তবে বেসরকারি অফিস বন্ধ থাকবে। আর সরকারি অফিসের কার্যক্রম ভার্চুয়ালি চলবে।
সোমবার রাতের মধ্যেই প্রজ্ঞাপন জারি করবে মন্ত্রিপরিষদ বিভাগ। এর আগে গতকাল লকডাউনেও ভার্চুয়ালী সরকারী অফিস চলবে বলে প্রজ্ঞাপন জারি করেন মন্ত্রিপরিষদ বিভাগ।
গত ১ জুলাই থেকে সারাদেশে ৭ দিনের জন্য কঠোর লকডাউন আরোপ করে সরকার। পরে পরিস্থিতি অবনতি হওয়ায় তা বাড়িয়ে ১৪ জুলাই পর্যন্ত করা হয়।
এদিকে গতকাল রোববার দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ১১ জুলাই দেশে পবিত্র ঈদুল আযহা উদযাপন হবে।