নগরীর জামালখাঁন এলাকার সাত ধর্মীয় প্রতিষ্ঠান, ব্যক্তি ও সংগঠনকে ৭ লক্ষ ৩০ হাজার টাকার আর্থিক অনুদান দিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
সোমবার সকালে ২১নং জামালখাঁন ওয়ার্ডের অন্তর্গত লাভলেইনে আবেদীন কলোনিতে চট্টগ্রাম -৯ আসনের সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এর পক্ষ থেকে অনুদান হস্তান্তর উপলক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠান সমাজসেবক ফরহাদুল ইসলাম চৌধুরী রিন্টু এর সভাপতিত্বে এবং স্বেচ্ছাসেবকলীগ নেতা মনির হোসাইন এর সঞ্চলনায় অনুষ্ঠিত হয়।
অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর।
উক্ত অনুষ্ঠানে জামালখান ওয়ার্ডের অন্তর্গত ৭টি ধর্মীয় প্রতিষ্ঠান, ব্যক্তি ও সংগঠনকে ৭ লক্ষ ৩০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, চট্টগ্রাম-৯ আসনের সাংসদ ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল অত্র আসনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
যেকোনো সমস্যায়, আপদে- বিপদে তিনি মানুষের সাহায্যে দ্রুত এগিয়ে আসেন। বিগত লকডাউন এবং ঈদুল ফিতরের তিনি ২০ হাজার পরিবারের মাঝে বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করেছেন, যা এখনও চলমান। জামালখানের ওয়ার্ডের ৭ লক্ষ ৩০ হাজার টাকা অনুদান প্রদান করাই বক্তারা শিক্ষা উপমন্ত্রী-কে ধন্যবাদ জানান।
উক্ত অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী’র অনুদান পাওয়া প্রতিষ্ঠান ও ব্যক্তিরা হলেন যথাক্রমেঃ ১। রহমতগঞ্জ জামে মসজিদ ১ লাখ টাকা, ২। বায়তুল ইকরাম জামে মসজিদ ১লাখ ১০ হাজার টাকা,৩। দোস্ত কলোনী জামে মসজিদ ১ লাখ টাকা, ৪। শ্রী শ্রী লোকনাথ ব্রক্ষচারী মন্দির ১লাখ ১০ হাজার টাকা, ৫। বায়তুল ফালাহ্ জামে মসজিদ ১ লাখ ১০ হাজার টাকা, ৬। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রণজিৎ কুমার ১ লাখ টাকা,৭।সামাজিক সংগঠন “সুইট ক্লাব” কে ১ লাখ টাকা। অতিথি বৃন্দ অনুদান প্রাপ্তদের চেক হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন জামালখাঁন ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মোহাম্মদ সাহাবউদ্দিন, যুবলীগ নেতা ইকবাল আহমেদ ইমু, ঈসমাইল উদ্দিন লিটন, জহির উদ্দিন, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ সদস্য মোশরাফুল হক পাভেল, ইমরান খান, ইসলামিয়া কলেজ ছাত্র সংসদের সদস্য শাহীন আলমসহ প্রমুখ।