বাঁশখালীতে সালিসী বৈঠকে জমা দেয়া টাকা ফেরৎ চাওয়ায় দিন দুপুরে চায়ের দোকান থেকে তুলে নিয়ে বেদড়ক পিটিয়ে গুলিসহ অস্ত্র দিয়ে নুরুল কাদের নামে এক সিএনজি অটোরিকশা চালককে থানায় সোর্পদ করার ঘটনায় চেয়ারম্যান মোহাম্মদ ইয়াছিনসহ ৮ জনকে আসামী করে মামলা দায়ের করেছেন নুরুল কাদের।
গতকাল শনিবার, ১০ জুলাই বিকালে নুরুল কাদের বাদি হয়ে বাঁশখালী থানায় এ মামলা দাযের করেন।
বিষয়টি নিশ্চিত করে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আজিজ আহমেদ বলেন, নুরুল কাদেরকে মারধর করে গুলি ও অস্ত্র দিয়ে ফাঁসানোর ঘটনায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী নুুরুল কাদের। এ মামলায় শেখেরখীল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইয়াছিনসহ আট জনকে আসামী করা হয়েছে।
বিস্তারিত আসছে