দাউদকান্দিতে অক্সিজেন সংকট মেটাতে এএসপির ‘ফ্রি অক্সিজেন ব্যাংক’
সারাদেশের ন্যায় কুমিল্লার দাউদকান্দিতেও করোনা সংক্রমন বেড়ে যাওয়ায় অক্সিজেন সংকট মেটাতে এএসপি জুয়েল রানার উদে্যাগে চালু করা হয়েছে ‘ফ্রি অক্সিজেন ব্যাংক’
আজ শনিবার দুপুর ১২ টায় দাউদকান্দি সার্কেল গৌরীপুরস্থ কার্যালায়ে এ অক্সিজেন ব্যাংকের উদ্বোধন করা হয়।
দাউদকান্দি সার্কেল অফিস সুত্রে জানা যায়, দেশে করোনার ডেল্টা ভেরিয়েন্ট এর সংক্রমণ বেড়ে যাওয়ায় হাসপাতাল গুলোতে অক্সিজেন সংকট দেখা দিয়েছে। ফলে বিভিন্ন হাসপাতালে অক্সিজেনের অভাবে করোনা রোগির মৃত্যু হচ্ছে। অক্সিজেনের অভাবে এমন অনাকাঙ্খিত মৃত্যু যাতে না হয় সেজন্য নিরাপদ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ( দাউদকান্দি সার্কেল) সিনিয়র সহকারী পুলিশ সুপার এএসপি মো.জুয়েল রানার উদ্যোগে এ ‘ফ্রি অক্সিজেন ব্যাংক’চালু করা হয়। দাউদকান্দি উপজেলার যে কোন রোগীর অক্সিজেন প্রয়োজন হলে ফোন করলেই স্বেচ্ছাসেবকরা বিনামূলে্য বাসায় পৌছে দিবেন অক্সিজেন।
এএসপি জুয়েল রানা জানান, প্রথম পর্যায়ে ২০ টি অক্সিজেন সিলিন্ডার দিয়ে আমরা অক্সিজেন ব্যাংক এর উদ্বোধন করেছি। একজন অভিজ্ঞ ডাক্তার এর সমন্বয়ে এতে চারজন সহযোগী রয়েছে। সেই সাথে চারটি হট লাইন নম্বর দেওয়া আছে। দিনরাত ২৪ ঘন্টা দাউদকান্দি উপজেলাসহ আশপাশের যেকোনো উপজেলায় আমরা বিনামূল্যে এই অক্সিজেন সেবা পৌঁছে দিবো।
অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো.শহিদুল ইসলাম শোভন বলেন, নিঃসন্দেহ সার্কেল এএসপি জুয়েল রানা এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানাই। করোনার এই ক্রান্তিলগ্নে এই অক্সিজেন ব্যাংক এর মাধ্যমে করোনা রোগীকে অক্সিজেন সেবা একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো.শহিদুল ইসলাম শোভন, হাবিবুর রহমান,মো.জাকির হোসেন হাজারী, কবি আলী আশরাফ,এখলাস মুন্সী প্রমুখ।