পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নে আলমদার পাড়া- ধাউরডেঙ্গা সড়কের মাঝামাঝি নির্জন স্থানে ঝোপঝাড় থেকে মেহেদী হাসান (১৫) নামের এক কিশোরের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত মেহেদী পটিয়া পৌরসভার ৪ নং ওয়ার্ডে কালা মিয়ার বাপের ভাড়া বাসায় থাকতো। তার স্থায়ী বাড়ি ভোলা লালমোহন থানার ধলিগন নগর ইউনিয়নে । তার পিতার নাম আলী আকবর। মেহেদী অটো রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতো।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রেজাউল করিম বলেন, “সকালে স্থানীয় ব্যক্তিদের দেওয়া খবরের ভিত্তিতে আজ সকালে ছনহরা ইউনিয়নের ধাউরডেঙ্গা এলাকার সড়কের পাশে ঝোপঝাড় থেকে লাশটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে অটোরিকশা চুরির উদ্দেশ্যে মেহেদীকে হত্যা করা হতে পারে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হচ্ছে। ঘটনাস্থলের বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা করা হবে।”
পারিবারিক সূত্রে জানা যায়, মেহেদী গতকাল রাতে বাসায় না ফেরায় তারা সকাল থেকে তাকে খুঁজতে থাকে। এক পর্যায়ে পুলিশের খবর পেয়ে তারা নিশ্চিত হয় মেহেদীকে হত্যা করা হয়েছে।