চট্টগ্রামে রেলওয়ে স্টেশন ও টাইগারপাসের মার্শাল ইয়ার্ড থেকে ১৮ গ্যালন ডিজেল তেল, ৩৯টি বড় ব্যাটারিসহ ১১ জনকে আটক করেছে রেলওয়ের নিরাপত্তা বাহিনী (আরএনবি)। তাঁদের মধ্যে নয়জন রেলওয়ের কর্মচারী বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে আরএনবি।
শুক্রবার রাত সাড়ে ১১টায় চট্টগ্রাম স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্ম ও সাড়ে ১২টায় মার্শাল ইয়ার্ড থেকে তাঁদের আটক করা হয়।
চট্টগ্রাম স্টেশন থেকে ১৮ গ্যালন ডিজেলসহ আটক সাতজনের মধ্যে তিনজনের নাম পাওয়া গেছে। তাঁরা হলেন রেলওয়ের কর্মচারী সুমন শীল (৩৫), আমজাদ হোসেন (৬৭) ও মো. শহীদ (৪৯)। মার্শাল ইয়ার্ড থেকে ট্রেনের পাওয়ার কারের ৩৯টি বড় ব্যাটারিসহ চারজনকে আটক করা হয়। তাঁদের মধ্যে দুজন রেলের কর্মচারী, একজন ট্রাকচালক ও বাকিজন হেলপার।
আরএনবির চট্টগ্রাম রেল স্টেশনের টিআই মো. সালামত উল্লাহ চট্টগ্রাম নিউজকে বলেন, রেলের তেল ও যন্ত্রাংশ চুরির অভিযোগে চট্টগ্রাম রেল স্টেশন ও মার্শাল ইয়ার্ড থেকে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। চুরির অভিযোগে আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের আদালতে সোপর্দ করা হবে।