তৃতীয়বার মা হতে চলেছেন কারিনা কাপুর!

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

তৈমুরের ভাই এসেছে মাত্র মাস কয়েক। আর তার মাঝেই তৃতীয় সন্তান আসার খবর জানালেন কারিনা কাপুর খান। যা শুনে বেশ অবাক হয়েছেন নেটিজেনরা । প্রথমে যেন নিজের কান আর চোখকেই বিশ্বাস করতে পারেননি তারা। যদিও পরে স্পষ্ট হয় গোটা ব্যাপারটা।

হবু মায়েদের জন্য বই লিখেছেন কারিনা কাপুর খান। নাম ‘কারিনা কাপুর খান’স প্রেগন্যান্সি বাইবেল’। এই বইকেই নিজের ‘তৃতীয় সন্তান’ বলে সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন তিনি।

গত ডিসেম্বরে ছেলে তৈমুর আলি খানের জন্মদিনে এই বই লেখার কথা জানিয়েছিলেন অভিনেত্রী। তখন দ্বিতীয় বারের জন্য অন্তঃসত্ত্বা ছিলেন তিনি। দ্বিতীয় সন্তানের জন্মের ৫ মাস পর নিজের লেখা বই প্রকাশ্যে আনলেন তিনি।

ইনস্টাগ্রামে একটি ভিডিওতে দেখা যাচ্ছে, হাতে দস্তানা পরে মাইক্রোওয়েভ থেকে গরম গরম সদ্য প্রকাশিত বইটি বার করে আনলেন তিনি। সঙ্গে লিখেছেন, ‘দু’বার অন্তঃসত্ত্বা হওয়া থেকে এই প্রেগন্যান্সি বাইবেল লেখা বেশ সুন্দর একটি যাত্রা ছিল এটি। খারাপ আর ভাল, দু’রকমেরই সময় কাটিয়েছি এই যাত্রায়।’

তিনি আরও লিখেছেন, ‘কখনও কখনও কাজে যাওয়ার জন্য উতলা হয়ে থাকতাম। কখনও আবার বিছানা থেকে উঠতেই পারতাম না। অন্তঃসত্ত্বা থাকাকালীন আমি শারীরিক এবং মানসিক ভাবে যা যা অনুভব করেছি, এই বই তারই খুব ব্যক্তিগত একটি বিবরণী।’

অন্তঃসত্ত্বা থাকাকালীন ‘লাল সিং চড্ডা’য় কাজ করেছেন। কাজের জন্য স্বামী সাইফ আলি খান এবং পুত্র তৈমুরকে নিয়ে উড়ে গিয়েছিলেন দিল্লিতে। কারিনার মতে, গর্ভাবস্থায় একজন যত বেশি কাজ করবেন, সচল থাকবেন, সন্তানও ততটাই ভাল থাকবে। সেই মতোই নিজেকে ব্যস্ত রেখেছিলেন অভিনেত্রী। দ্বিতীয় সন্তান গর্ভে থাকাকালীন শুরু করেছিলেন লেখিকা হয়ে ওঠার সাধনা। কারিনা লিখেছেন, ‘ভাবনা থেকে আজকে তার জন্ম, এই বই একাধিক কারণে আমার কাছে তৃতীয় সন্তানের মতো।’

২০১৭ সলের ২০ ডিসেম্বর জন্ম হয় তৈমুরের। সেসময় প্রেগন্যান্সির মধ্যেও চুটিয়ে কাজ করেছিলেন তিনি। আর ২০২১ সালের ২১ ফেব্রুয়ারি দ্বিতীয় সন্তানের জন্ম দেন তিনি। করোনার কারণে সেসময় টুকটাক ফোটোশ্যুট তো করেছিলেনই, সঙ্গে একটি রেডিও শো-ও হোস্টিং করেছিলেন সুপার মম বেবো। আর মাস খানেকের মধ্যেই ফিরে গিয়েছেন পুরনো রুটিনে। ঝরিয়ে ফেলেছেন মেদ। শুরু করেছেন শুটিংও। সূত্র: আনন্দবাজার পত্রিকা।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.