ধনীর ধনে গরীবের হক রয়েছে: আ জ ম নাছির উদ্দীন

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, সমাজের নিম্নবিত্ত, দরিদ্র অসহায় মানুষের পাশে থাকা প্রতিটি বিত্তবান মানুষের ইমানী দায়িত্ব।

অনাহারীর মুখে খাদ্য তুলে দিতে পারা পরম এবাদত। এতে মহান আল্লাহতা’লা খুশি হন। ধনীদের ধনে প্রতিটি গরীব অসহায় দরিদ্র মানুষের হক রয়েছে। চলমান কঠোর লকডাউনের এই ক্রান্তি সময়ে সরকার নানাভাবে কর্মহীন অসহায় মানুষকে সাহায্য করে যাচ্ছে। এই চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদেরকে সরকারের সাথে একাত্ম হতে হবে।

আজ ৯ জুলাই বাদ জুমা চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা কার্যালয়ের সামনে শহীদ মাহফুজ স্মৃতি সংসদের উদ্যোগে ৫ শতাধিক গরীব অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
শহীদ মাহফুজ স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি ওয়াহিদুল আলম শিমুলের সভাপতিত্বে ও ডা. বাবর চৌধুরী বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে কেন্দ্রীয় শ্রমিকলীগ সহসভাপতি শফর আলী, নগর আওয়ামীলীগ কার্যকরী সদস্য বেলাল আহমেদ, কাউন্সিলর শৈবাল দাশ সুমন, শ্বাশত চৌধুরী লিটু, জাবেদুল আলম সুমন, সাখাওয়াত হোসেন সাকু, সুজিত দাশ, শেখ ফরিদ, নিজাম উদ্দিন, আবদুল কাদের, কামরুজ্জামান রুবেল আহমেদ বাবু, শফিকুর রহমান তাপস, মাকসুদুর রহমান মাসুদ, মো.নিজাম উদ্দিন, আলাউদ্দিন আলো, মো.ইউসুফ, সজীব আনোয়ার ইভান, দিবাকর দাশ, আবুল বশর অভি প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় সংশ্লিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.