বিপ্লব দাশ, চকরিয়া প্রতিনিধি: চকরিয়া উপজেলা ও পৌরসভা শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ জুলাই) রাত ১১টা ৪৫ মিনিটে কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক মারুফ আদনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়েছে।
সাংগঠনিক স্থবিরতা, গঠনতন্ত্র ও দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের অভিযোগ এনে চকরিয়া উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে।
অন্যদিকে, পৌর কমিটি বিলুপ্তির কারণ হিসেবে সাংগঠনিক স্থবিরতা ও মেয়াদ উত্তীর্ণের কথা উল্লেখ করা হয়েছে। একই সাথে আগামী ১০ দিনের মধ্যে পদপ্রত্যাশীদের জীবন বৃত্তান্ত জমা দিতে বলা হয়েছে।
প্রসঙ্গত, সম্প্রতি আমার কক্সবাজার চকরিয়া উপজেলা ছাত্রলীগের কমিটি বাণিজ্য নিয়ে তথ্যবহুল সংবাদ প্রকাশের পর কক্সবাজার জেলা ছাত্রলীগের দৃষ্টিগোচর হয়।
এর এক সপ্তাহের মাথায় চকরিয়া ও পৌরসভা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হলো।