সাবেক গণ পরিষদ সদস্য, সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা মন্ডলীর সদস্য মরহুম ইসহাক মিয়ার কনিষ্ঠ পুত্র ও সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর জাহেদা বেগম পপি’র ভাই মোহাম্মদ জসিম এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
শোকবার্তায় শিক্ষা উপমন্ত্রী বলেন, মরহুম ইছাক মিয়ার সন্তান মোহাম্মদ জসিম বিভিন্ন সামাজিক কাজের সাথে জড়িত ছিলেন, তাঁর অকাল প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত।
শিক্ষা উপমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।