বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত ১৫০ জন ক্ষুদ্র ব্যবসায়ী ও অটোরিকশা চালককে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (০৮ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে মানবিক সহায়তার অংশ হিসেবে প্রধানমন্ত্রীর উপহার সরূপ এ অর্থ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার।
এসময় প্রতিজনকে ১ হাজার টাকা করে ও ‘৩৩৩’ এ ফোন করে খাদ্য সহায়তা চাওয়া ৩৫ পরিবারকে খাদ্য সামগ্রী দেওয়া হয়।
এতে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম।