করোনা প্রতিরোধে সরকারের সাথে ব্যক্তি-প্রতিষ্ঠানকে একাত্ম হতে হবে: আ জ ম নাছির উদ্দীন

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, করোনা মহামারির কারণে পৃথিবীতে কোটি মানুষের প্রাণহানি ঘটেছে। বাংলাদেশেও লক্ষাধিক মানুষ আক্রান্ত এবং হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করেছে।

বর্তমান সময়ে করোনা আরো ভয়াবহ ধরণে সংক্রমণ ছড়াচ্ছে। এই ক্রান্তি সময়ে জরুরি সেবা দিয়ে মানুষের জীবন বাঁচাতে দেশের লাখো সম্মুখ সারির যোদ্ধারা আত্মনিয়োগ করেছেন। বাংলাদেশ সরকার এই চ্যালেঞ্জ মোকাবেলায় প্রথম থেকেই নিরলস কাজ করে যাচ্ছে।

দেশের স্বাস্থ্যসেবার উন্নয়ন,বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে ত্রাণ ও আর্থিক সহায়তাসহ নানামুখী উদ্যোগ বাস্তবায়নে সরকারের এই প্রচেষ্টা আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসা কুড়িয়েছে। করোনা প্রতিরোধে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তি-প্রতিষ্ঠানও এগিয়ে এসেছে।

সরকারের হাতকে শক্তিশালী করতে এসব ব্যক্তি-প্রতিষ্ঠান সরকারের সহায়ক শক্তি হয়ে উঠেছে। জনমানুষের সেবা ও সুরক্ষা নিশ্চিতে রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাং’র মানবিক অংশগ্রহণ সেই সহায়তায় নতুন শক্তি হয়ে যুক্ত হয়েছে।

এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। করোনা প্রতিরোধের এই যুদ্ধে জয়ী হতে হলে সরকারের সাথে ব্যক্তি-প্রতিষ্ঠানকে এভাবে একাত্মতা ঘোষণা করতে হবে।

আজ (৭ জুলাই) বুধবার হালিশহরস্থ আল মানাহিল ওয়েলফেয়ার হাসপাতালে রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাং’র উদ্যোগে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

অনুষ্ঠানে তিনি রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাং’র পক্ষ থেকে আল মানাহিল ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা হেলাল বিন জমির উদ্দিনের হাতে মাস্ক, পিপিই, হ্যান্ড গ্লাবস, স্যানিটাইজারসহ মোট ৩ হাজার করোনা সুরক্ষা সামগ্রী তুলে দেন।

এসময় রোটারি জেলা ৩২৮২’র লেফটেনেন্ট গভর্নর মোহাম্মদ শাহজাহান , ডেপুটি গভর্নর এমদাদুল আজিজ, রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাং প্রেসিডেন্ট প্রফেসর ড. সৈয়দা খুরশিদা বেগম, সেক্রেটারী মোহাম্মদ সালাহউদ্দিন, আইপিপি ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন, ভাইস প্রেসিডেন্ট জামাল শিকদার, কামরুন নাহার উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.