সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টাকারীদের নজরদারিতে রাখতে হবে: নওফেল

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

আজ দুপুরে নগরীর জিইসি মোড়ে চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এর সাথে সাক্ষাৎ করেন চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদ নবনির্বাচিত সভাপতি- সাধারণ।

পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ পরবর্তী মত-বিনিময় সভায় ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ কে অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে গড়ে তুলার স্বপ্ন দেখেছিলেন।

যা বাস্তবায়ন করেছেন তাঁর কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। কিছু সাম্প্রদায়িক গোষ্ঠী আছে যারা সবসময় এইদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে অরাজক পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করে। তাই সকল ধর্ম ও দেশের মানুষের এই গোষ্ঠী-কে নজরদারিতে রাখতে হবে যাতে করে তারা কোন ধরনে গুজব বা অপপ্রচার চালিয়ে সহিংসতা সৃষ্টি করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে।

মত-বিনিময় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত সভাপতি লায়ন আশীষ ভট্টাচার্য, সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল, সাবেক সভাপতি সাধন ধর, অরবিন্দ পাল অরুন, বিদায়ী সভাপতি এড চন্দন তালুকদার, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাংগুলী, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জী, রানা বিশ্বাস, সুমন দেবনাথ, রত্নাকর দাশ টুনু, বিদায়ী সাধারণ সম্পাদক শ্রীপ্রকাশ দাশ অসিত।

মত-বিনিময় সভা শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ শিক্ষা উপমন্ত্রী কে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.