ওয়ার্ড বয়ের ডাক্তারি, অবশেষে পুলিশের জালে!

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

লেখাপড়া অষ্টম শ্রেণী পাশ। দীর্ঘ দিন কাজ করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ওয়ার্ড বয় হিসেবে। চট্টগ্রামে এসে হয়ে গেলেন এমবিবিএস (ডিএমসি), এফসিপিএস (মেডিসিন), এমডি (নিউরোলজি) ডাক্তার। নগরীর আকবরশাহ থানা এলাকা থেকে মো. খোরশেদ আলম নামে এমন এক ভুয়া ডাক্তারকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (৬ জুলাই) দুপুর সোয়া ১ টার দিকে নগরীর আকবরশাহ থানার হাজী ইব্রাহিম মেনসন এলাকার কাট্টলি মেডিকেল হল থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। সে ২০১৭ সালে মাগুরায় ভুয়া চিকিৎসক হিসেবে ভ্রাম্যমান আদালত কর্তৃক এক বৎসরের কারাদন্ড প্রাপ্ত হয় এবং একইভাবে ২০১৩ সালে কুমিল্লায় ভ্রাম্যমান আদালত কর্তৃক ৬ মাসের দন্ডপ্রাপ্ত হয় বলে জানান পুলিশ।

গ্রেপ্তার মো. খোরশেদ আলম (৪২) হাটহাজারী থানার আব্দুর রহিমের ছেলে। ভুয়া ডাক্তার পরিচয় দিয়ে থাকতেন নগরের পাহাড়তলী থানার সরাইপাড়া এলাকায়।

পুলিশ জানায়, মো. খোরশেদ অষ্টম শ্রেণি পাশ করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ার্ড বয়ের কাজ করতেন। সেখান কিছু অভিজ্ঞতা নিয়ে তিনি দেশের বিভিন্ন জায়গায় ভুয়া ডিগ্রি লাগিয়ে ডাক্তারি করে এসেছেন। তার নামের সাথে যুক্ত করেন এমবিবিএস (ডিএমসি), এফসিপিএস (মেডিসিন), এমডি (নিউলজী) ডিগ্রি। এমনকি একাধিক ভিজিটিং কার্ডে লেখা নিউরোমেডিসিন, স্নায়ুরোগ, ডায়াবেটিস ও মেডিসিন বিশেষজ্ঞও। এভাবে দীর্ঘদিন সাধারণ মানুষকে ধোঁকা দিয়ে ফার্মেসিতে চিকিৎসা দিয়ে আসছিলেন এই প্রতারক।

আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন বলেন, ‌‘ গ্রেফতার ভুয়া ডাক্তার মো. খোরশেদ আলম দীর্ঘদিন থেকে বিভিন্ন ভুয়া ডিগ্রি ব্যবহার করে মানুষের সাথে প্রতারণা করে আসছিল। আজ আমরা তদন্ত করে সঠিক তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে আমাদের কাছে প্রতারণার বিষয়টি স্বীকার করেছে । এসময় তার কাছে পাওয়া ডাক্তারি সরঞ্জামসহ নাম ফলক, ভিজিটিং কার্ড, সীলমোহর ও উপস্থাপিত কাগজপত্র জব্দ করা হয়।’

তিনি আরও বলেন, ‘তিনি পেশাদার প্রতারক। এর আগে দেশের একাধিক এলাকায় তিনি কারাদণ্ড ভোগ করেন। আসামির বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি এবং ছদ্মবেশ ধারণের অপরাধে মামলা দায়ের করা হয়েছে।’

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.