শহরে মডার্না ও উপজেলায় পাবে সিনোফার্মের টিকা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

সারা দেশের সিটি এলাকায় মডার্নার টিকা এবং উপজেলা পর্যায়ে সিনোফার্মের টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।আগামী সপ্তাহ থেকে এ কার্যক্রম শুরু করা হবে বলেও জানান তিনি।

আজ সোমবার (৫ জুলাই) গণমাধ্যমকে এ তথ্য জানিয়ে তিনি বলেন, নগর এলাকায় দেওয়া হবে মডার্নার টিকা। আর উপজেলা পর্যায়ে দেওয়া হবে সিনোফার্ম। গণটিকার রেজিস্ট্রেশন শুরু হবে দুই-একদিনের মধ্যে।

এর আগে সকালে শিগগিরই গণটিকাদান কর্মসূচির অনলাইন নিবন্ধন শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম। তিনি বলেন, এখন বয়সসীমা ৪০ থেকে কমিয়ে ৩৫ করা হবে। আগে ৪০ ঊর্ধ্ব ব্যক্তিরা টিকার নিবন্ধন করতে পারতেন। এখন থেকে ৩৫ ঊর্ধ্ব ব্যক্তিরাও নিবন্ধন করতে পারবেন।

টিকা সংকটের কারণে গত ২ মে থেকে গণটিকাদানের অনলাইন নিবন্ধন বন্ধ ঘোষণা করে সরকার। ওইদিন পর্যন্ত ৭২ লাখ ৪৮ হাজার ৮২৯ জন নিবন্ধন করেছিল।
মহামারি করোনাভাইরাস সংক্রমণ রোধে সারা দেশে চলমান কঠোর লকডাউনের পঞ্চম দিনে সোমবার (৫ জুলাই) দেশে সর্বোচ্চ ১৬৪ জনের মৃত্যু হয়েছে। যা দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ২২৯ জনে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা পজিটিভ হয়েছেন ৯ হাজার ৯৬৪ জন। এতে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯ লাখ ৫৪ হাজার ৮৮১ জন।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.