চলমান লকডাউনের ৫ম দিনে জনসচেতনতায় বান্দরবানে মোবাইলকোর্ট অব্যাহত

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

মোঃ শহীদুল ইসলাম রানা, বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবানে চলছে টানা ৫ম দিনের মত লকডাউন। গত ১লা জুলাই সারাদেশের মত বান্দরবানে ও শুরু হয় এই লকডাউন। সরকারি নির্দেষনা প্রতিপালনে কাজ করে যাচ্ছে বান্দরবান জেলা প্রশাসন।

লকডাউন বাস্তবায়নে বান্দরবান জেলা সদর সহ সাতটি উপজেলায় জেলা প্রশাসনের তত্বাবধানে নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে ১৮টি ভ্রাম্যমান আদালত লকডাউন পর্যবেক্ষনে নিয়োজিত আছে।

এরই ধারাবাহিকতায় ৫ই জুলাই সকালে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদুর রহমান রুবেল এর নেতৃত্বে বান্দরবান জেলা পুলিশের সহায়তায় মোবাইলকোর্ট, ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয় বান্দরবান বাজার এলাকা এবং পৌরসভার ৪ ও ৫ নাম্বার ওয়ার্ড়ে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদুর রহমান রুবেল বলেন দেশের কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রনে সরকার কতৃক গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে জেলা প্রশাসক ইয়ানমিন পারভীন তিবরীজি স্যার এর নির্দেশনা অনুযায়ি ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে, মূলত জরিমানা নয়, সাধারণ মানুষকে কোভিড সচেতনতা এবং প্রয়োজন ছাড়া রাস্তায় বের না হওয়ার জন্য জনসচেতনতা মূলক কর্মকান্ড আমরা করে যাচ্ছি।

তিনি আরো বলেন বান্দরবানের সাধারন মানুষ পূর্বের চেয়ে এখন অনেক সচেতন তার পরেও যে সকল স্থানে সাস্থ্যবিধি অতি মাত্রায় লঙ্গিত হচ্ছে বলে মনে হচ্ছে সে সকল স্থানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা ও শাস্থি প্রদান করা হচ্ছে।

এছাড়াও শহরের বিভিন্ন এলাকা ঘুওে দেখা গেছে জনসচেতনতায় র‌্যাব, পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহায়তা করে যাচ্ছে।লকডাউনের ৫ম দিনে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে আইন অমান্য করার অপরাধে ৩ টি মামলা ও জরিমানা আদায় করেছে বলে জানান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদুর রহমান রুবেল।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.