চকরিয়ায় মাছ ধরতে গিয়ে নিখোঁজের ২০ ঘন্টা পর জেলের লাশ উদ্ধার

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি: চকরিয়ায় নিখোঁজের বিশ ঘন্টা পর নুর মোহাম্মদ (৩৬) নামের এক জেলের লাশ উদ্ধার করে ডুবুরি দল। নিহত ব্যক্তি কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও ভাদিতলা এলাকার মৃত আবদুল আজিজের ছেলে।

সোমবার (৫ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে ডুলাহাজারা ইউনিয়নের বহলতলী ঘাট থেকে লাশটি উদ্ধার করা হয়। এর আগেরদিন সকাল ১১টার দিকে সেখানে বঁড়শি দিয়ে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয় তিন সন্তানের জনক নুর মোহাম্মদ।

স্থানীয় বাসিন্দা আরিফুল ইসলাম খোকা ও মোহাম্মদ ইয়াসিন জানান, রবিবার সকালে বহলতলী ঘাটে কয়েকজন জেলে বঁড়শি দিয়ে মাছ ধরতে আসে। পানিতে নেমে মাছ ধরাকালীন সময়ে এক ব্যক্তি ডুবে যাওয়ার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই।

বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিক জরুরী নাম্বার “৯৯৯”তে ফোন দিই। কিছুক্ষণ পর চকরিয়া থানার একদল পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন উপস্থিত হয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। পরদিন ফায়ার সার্ভিসের সহযোগিতায় ডুবুরি দল এসে দীর্ঘক্ষণ প্রচেষ্টার পর লাশটি উদ্ধার করতে সক্ষম হয়।

চকরিয়া ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, প্রথমে খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরে ডুবুরি দল এনে তাদের মাধ্যমে ডুলাহাজারা বহলতলী ঘাটের পানিতে নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধার করি। পরে স্থানীয় মেম্বার চেয়ারম্যানের মাধ্যমে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

কক্সবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ জানান, আমাদের এখানে ডুবুরি দলের কোন ব্যবস্থা না থাকায় চট্টগ্রাম থেকে একটি দল আনা হয়। তাদের দীর্ঘ প্রচেষ্টায় সোমবার সকালে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.