কোপার সেমিফাইনালে কে কার মুখোমুখি

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

জমে উঠেছে এবারের কোপা আমেরিকা। জমজমাট কোয়ার্টার ফাইনাল শেষে এবার লড়াই ফাইনালে ওঠার। সেই লক্ষ্যে আগের দিনই সেমিফাইনাল নিশ্চিত করেছে আয়োজক ব্রাজিল। আর আজ রোববার সকালে শেষ চারের টিকিট পেয়েছে আর্জেন্টিনাও। যাতে এই দুই দলের সমর্থকদের মধ্যে বিরাজ করছে দারুণ এক চাপা উত্তেজনা।

কেননা, টুর্ণামেন্টটির নকআউট পর্বের যে পথ তৈরি হয়েছে, তাতে ফাইনালের আগের যে এই দুই দলের দেখা মিলছে না! সুতরাং, সেমিফাইনালে ব্রাজিল-আর্জেন্টিনার প্রতিপক্ষ কে? এ নিয়েই যত আগ্রহ ছিল দল দুটির সমর্থকদের।

ফাইনালে যাওয়ার পথের বাঁধা হিসেবে ব্রাজিলের প্রতিপক্ষ ঠিক হয়ে গেছে আগেই। কোপা আমেরিকার শিরোপা ধরে রাখার মিশনে সেমিফাইনালে সেলেকাওরা লড়বে পেরুর বিপক্ষে। বাংলাদেশ সময় আগামী ৬ জুলাই (মঙ্গলবার) ভোর ৫টায় মুখোমুখি হবে ব্রাজিল ও পেরু।

আর আজ লিওনেল মেসির জাদুকরী পারফরম্যান্সে শেষ চার নিশ্চিতের সঙ্গে সঙ্গে প্রতিপক্ষও ঠিক হয়ে গেছে আলবিসেলেস্তদের। এদিন সকালে ইকুয়েডরকে ৩-০ গোলের হারানোর আগেই আসলে আর্জেন্টিনার প্রতিপক্ষ ঠিক হয়ে ছিল। দিনের প্রথম ম্যাচে কোয়ার্টার ফাইনাল জিতে সেমিফাইনালের স্পট পূরণ করে রাখে কলম্বিয়া।

ফাইনালে ওঠার লড়াইয়ে তাই এই কলম্বিয়ার মুখোমুখিই হবে মেসির আর্জেন্টিনা। বাংলাদেশ সময় আগামী ৭ জুলাই (বুধবার) সকাল ৭টায় সেমিফাইনালের যুদ্ধে নামবে আর্জেন্টিনা ও কলম্বিয়া।

আজ রোববার ভোররাতে লুইস সুয়ারেজদের বিদায় করে সেমিফাইনালে পা রাখে কলম্বিয়া। গোল শূন্য ম্যাচে অন্যতম ফেভারিট উরুগুয়েকে টাইব্রেকারে হারিয়ে আর্জেন্টিনার প্রতিপক্ষ হয়েছে লস ক্যাফেতেরোসরা।

যদিও চেষ্টার কোনও কমতি রাখেনি দুই দলই। কখনও উরুগুয়ে আক্রমণে উঠেছে, আবার পরক্ষণেই কলম্বিয়া তৈরি করে গোলের সুযোগ। কিন্তু কাজ হয়নি। নির্ধারিত সময় গোলশূন্য শেষ হলে কোপা আমেরিকার তৃতীয় কোয়ার্টার ফাইনালটি গড়ায় টাইব্রেকারে। সেখানে উরুগুয়েকে ৪-২ গেলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে রেইনালদো রুয়েদার দল।

সেমিফাইনালের সূচি (বাংলাদেশ সময়):

প্রথম সেমিফাইনাল
ব্রাজিল-পেরু, ৬ জুলাই (মঙ্গলবার), ভোর ৫টা

দ্বিতীয় সেমিফাইনাল
আর্জেন্টিনা-কলম্বিয়া, ৭ জুলাই (বুধবার), সকাল ৭টা

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.