লকডাউনে মানবেতর জীবন কাটছে ফারুকের মতো প্রতিটি জেলে পরিবারের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

উত্তাল সমুদ্রের বুকে ‘ক্ষণিকের’ ঢেউটি যেমন ভবিষ্যৎ অস্তিত্ব অনিশ্চিত জেনেও লাফিয়ে ওঠে, ঠিক তেমনি প্রতিটা মুহূর্ত অনিশ্চিত জেনেও সমুদ্রের বুকেই জীবিকা অনুসন্ধান করে বেড়ায় মৎসজীবী মানুষগুলো। সমুদ্রের জীবন সংগ্রাম অনেক বেশি ঝুঁকির, অনেক বেশি কষ্টের। অনেক বেশি দুঃসহনীয় হলেও এ লড়াই চলে আসছে সমুদ্রের তীর ঘেঁষে বাস করা জেলে পরিবারগুলোর মাঝে । ঠিক এই লড়াই চলছে মোঃ ফারুকের মতো অসংখ্য জেলে পরিবারের জীবনে।

মো. ফারুক(৫৫) চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের ২ নং ওয়ার্ডের উজর আলী সওদাগরের বাড়ির বাসিন্দা। পেশায় একজন জেলে। দীর্ঘ ৩৫ বছর সময় ধরে পারকি সমুদ্র সৈকত অংশে মাছ আহরণ করেই জীবিকা নির্বাহ করে আসছেন ফারুক। তবে সরকারিভাবে এখনো নিবন্ধিত হতে পারেননি তিনি।

দারিদ্রতার সাথে সংগ্রাম করে বেঁচে থাকলেও সংসার ছোট নয় তার। সাত সদস্যের সংসার ফারুকের। সাত জনের পরিবারে একাই উপার্জনক্ষম মোঃ ফারুক।

সৈকতে মাছ আহরণ করে সীমিত যা আয় হতো তাতেই কোনরকমে চলত তার টানাটানির সংসার। তবে চলতি মাসের শুরু থেকে মাছ ধরা নিষিদ্ধ হওয়ায় পরিবারের সদস্যদের নিয়ে উপোস করে দিন কাটছে এই জেলের। এটা শুধুমাত্র
জেলে ফারুকের জীবন চিত্র নয়। করোনার কঠোর লকডাউনে সমস্ত জেলে পরিবারেরই চিত্র।

জেলে মোঃ ফারুক বলেন, যারা সরকারিভাবে নিবন্ধিত জেলে তারা ২০ কেজি হলেও চাল পাবেন। আর আমাদের মত যারা অনিবন্ধিত জেলে আছি তাদের কী অবস্থা তা একবারও ভাবেন না কেউ। অথচ আমরাও নিবন্ধিত জেলেদের মতো সরকারকে নিয়মিতভাবে রাজস্ব দিয়ে আসছি।’

তিনি আরও বলেন, ‘একে তো করোনার প্রভাবে আমরা দারুণভাবে ক্ষতিগ্রস্ত, তার উপর একটা ঈদ গত হলো। আর কিছুদিন পর কোরবানির ঈদ। এমন সংকটময় সময়ে বন্ধ হলো মাছ ধরা। ফলে আয় রোজগারও বন্ধ হয়ে গেল। ঈদের সময়েও আমাদের খোঁজ কেউ নেয় না।

উল্লেখ একদিকে মহামারি করোনা ভাইরাস পরিস্থিতিতে একের পর এক লকডাউন, অন্যদিকে গত ১৯ মে মধ্যরাত থেকে আগামী ২৩ জুলাই পর্যন্ত দেশের সামুদ্রিক জলসীমায় ৬৫ দিন দেশের সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার।সবমিলিয়ে দেশের সব জেলেরাই মানবেতার জীবন যাপন করছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.