চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মৃত্যু ও শনাক্ত দুটোই বেড়েছে। গতকাল শুক্রবার রাত দুইটা থেকে আজ শনিবার রাত দুইটা পর্যন্ত করোনাভাইরাসে সংক্রমিত আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৩৬৯ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে।
১ হাজার ৭৯ জনের নমুনা পরীক্ষা করে ৩৭৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
এদিন মৃত্যু হয়েছে ৬ জনের। দুই জন নগরের ও চারজন উপজেলার। সর্বমোট মৃত্যু হয়েছে ৭১৭ জনের। তার মধ্যে মহানগর এলাকার ৪৮১ জন ও উপজেলার ২৩৬ জন।
রবিবার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে দেওয়া তথ্য থেকে এসব জানা গেছে।
এর মধ্যে শনিবার বিআইটিআইডি ল্যাবে ৩২৮ জনের নমুনা পরীক্ষা করে ১৩৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১৪৮ জলের নমুনা পরীক্ষা করে ৬০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
এন্টিজেন টেস্টে ৩৭৩ জনের নমুনা পরীক্ষা করে ১০০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
শেভরনের ১২৪ জনের নমুনা পরীক্ষা করে ৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ২৪ জনের নমুনা পরীক্ষা করে ১৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
আরটিআরএলে ৪০ জনের নমুনা পরীক্ষা করে ১৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
মেডিকেল সেন্টার হাসপাতাল ১৬ জনের নমুনা পরীক্ষা করে ৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
এপিক হেলথ কেয়ারে ৩৬ জনের নমুনা পরীক্ষা করে ২২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বী জানান, শনিবার চট্টগ্রামে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩৭৯ জনের। মৃত্যু হয়েছে ৬ জনের। মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬০ হাজার ৩৬৮ জন। তারমধ্যে মহানগরের ৪৬ হাজার ৯৬৭ ও উপজেলা পর্যায়ের ১৩ হাজার ৪০১ জন