লকডাউন, তৃতীয় দিনেও আনোয়ারায় তৎপর আইনশৃঙ্খলা বাহিনী

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

সারা দেশের ন্যায় আনোয়ারা উপজেলায় চলছে সপ্তাহব্যাপী কঠোর লকডাউন। তবে লকডাউনের তৃতীয় দিনে স্বাস্থ্যবিধি না মানায় আনোয়ারার বিভিন্ন স্থানে সাড়ে ১৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

শনিবার ( ৩রা জুলাই) সকাল থেকে লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় ২২ মামলায় পথচারী, ব্যবসাপ্রতিষ্ঠান , অবৈধ ভ্যান ও মোটরসাইকেল চালককে ১৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সারা দেশে চলমান লকডাউনের তৃতীয় দিন শনিবার উপজেলায় বিধিনিষেধ অমান্য করায় ২২ মামলায় ১৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
সরজমিনে বেশ কয়েকটি স্থান ঘুরে দেখা গেছে, কিছু স্থানে রাস্তাঘাট সুনসান নিরবতা। গণপরিবহন, দোকান-পাট বন্ধ বল্লেই চলে। প্রতিদিনের মত সকাল থেকেই প্রশাসনের কঠোর অবস্থান লক্ষ্য করা গেছে। তবে স্থানীয় দোকান-পাট ও হাট-বাজার গুলোতে মানুষের জনসমাগম ও ঝটলা ঠিকই রয়েছে।
পুলিশ প্রশাসনের তৎপরতা ছিলো বেশ চোখে পড়ার মত।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ ও সহকারি কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরীর নেতৃত্বর উপজেলার সদর ইউনিয়ন, কালাবিবি দিঘীর মোড়, চাতরী চৌমুহনী বাজার, বন্দর কমিউনিটি সেন্টার, মালঘর বাজারসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় টহলদারি ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযান পরিচালনাকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ বলেন, আমরা জরিমানা করতে চাইনা। করােনাভাইরাস প্রতিরােধে সবাইকে সচেতন হতে হবে। সরকারি নির্দেশনা প্রতিপালন এবং
করােনাভাইরাস মােকাবিলায় সকলের সহযোগিতাও কামনা করেন তিনি।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.