কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি: রামুতে কক্সবাজার জেলা ম্যাজিস্ট্রেসীর দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝটিকা অভিযান পরিচালনা করেছেন।
শুক্রবার (২ জুলাই) এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অন্ততপক্ষে পাঁচজন পথচারীকে ৫শ টাকা করে জরিমানা করা হয়।
জেলা ম্যাজিস্ট্রেসির ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকি ও মাহবুবা আলম যৌথ এ অভিযানে রামু চৌমুহনী’র ভাই ভাই স্টোর নামের এক মুদি দোকানকে ৫শ টাকা জরিমানা করেন এবং পাশে থাকা অন্য মুদি দোকানকেও ৫শ টাকা জরিমানা করে তাৎক্ষণিক বন্ধ করার আদেশ দেন।
তাছাড়া রামু চৌমুহনীর প্রাণকেন্দ্রে অবস্থিত মালুমঘাট এক্সরে সেন্টারকে যথাযথ কাগজপত্র দেখাতে না পারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং পরবর্তীর জন্য সতর্ক করা হয়।
অভিযানের অংশ হিসেবে রামু হক মেডিকো ও বশির মেডিকোতে অভিযান চালানো হয়। ড্রাগ লাইসেন্স এর মেয়াদ উত্তীর্ণ থাকায় তাদের সতর্ক করা হয়। এসময় চৌমুহনীর অন্য ঔষুধের দোকান বন্ধ করে চলে যান দোকানিরা।