বঙ্গবন্ধুর স্বপ্নের ‘সোনার বাংলা’ প্রতিষ্ঠায় এগিয়ে আসার আহ্বান ভূমিমন্ত্রী’র

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল কার্যালয় পরিদর্শন করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। এসময় নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসাসহ কনস্যুলেটের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা তাকে স্বাগত জানান।

আজ শুক্রবার (২ জুলাই) নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট এ তথ্য জানায়। পরিদর্শনকালে কনস্যুলেটের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন ভূমিমন্ত্রী।

মতবিনিময়কালে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ সার্বিকভাবে সমৃদ্ধি অর্জনের মাধ্যমে তার সঠিক লক্ষ্যে এগিয়ে চলছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর মাহেন্দ্রক্ষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতির অদম্য অগ্রযাত্রার কথা উল্লেখ করে ভূমিমন্ত্রী সবাইকে বঙ্গবন্ধুর স্বপ্নের ‘সোনার বাংলা’ প্রতিষ্ঠায় এগিয়ে আসার আহ্বান জানান।

আরও বলেন, প্রবাসীরা দেশের অর্থনৈতিক উন্নতি সাধনের পাশাপাশি বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি বাড়ানোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তিনি দেশের অর্থনৈতিক অঞ্চলগুলো আরও বেশী করে বিনিয়োগের জন্য প্রবাসীদের অনুরোধ জানান।

এসময় কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা মন্ত্রীকে কনস্যুলেটের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সম্যক ধারণা দেন এবং পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে কনস্যুলেটের কার্যক্রম তুলে ধরেন। পরে মন্ত্রী কনস্যুলেটের বিভিন্ন ধরনের কনস্যুলার সেবাকার্যক্রম পরিদর্শন করেন। তিনি কনস্যুলার সেবাপ্রার্থীদের সঙ্গেও কথা বলেন।

ভূমিমন্ত্রী কনস্যুলেটের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধারা অব্যাহত রাখার জন্য কনস্যুলেটের কর্মকর্তাদের অনুরোধ জানান। কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা ভূমিমন্ত্রীকে কনস্যুলেট সফরের জন্য ধন্যবাদ জানান।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.