কর্ণফুলীতে লকডাউনের প্রথম দিনে ২০ মামলায় ১৫ হাজার জরিমানা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

করোনা সংক্রমণ প্রতিরোধে কর্ণফুলীতে চলছে লকডাউনের প্রথম দিন। লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে ছিলো উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১ জুলাই) ভোর ৬টা থেকে শুরু হওয়া কঠিন লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট।

বেশির ভাগ রাস্তাঘাট ছিল ফাঁকা। অতি জরুরি প্রয়োজনে রাস্তায় এসে যানবাহন না পেয়ে বিপাকেও পড়েছেন অনেকে। হেঁটে গন্তব্যের দিকে রওনা দিতে দেখা গেছে অনেককে। করোনা সংক্রমণরোধে এই লকডাউনের প্রশংসার পাশাপাশি দিনমজুর ও হতদরিদ্রদের খাবারের বিষয়ে নজর দেওয়ার দাবি জানিয়েছেন সাধারণ জনগণ।

এদিন দুপুর থেকে বিকেল পযন্ত উপজেলার ফকিরনীর হাট, কলেজ বাজার,ক্রসিং, মইজ্জারটেক, মাষ্টার হাট,ব্রীজঘাট সহ উপজেলার বিভিন্ন স্থানে পুলিশের চেকপোস্ট বসিয়ে ২০ মামলায় ১৫ হাজার দু,শ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও সরকারি এম্বুলেন্সে যাত্রী নেওয়ায় এম্বুলেন্স চালককে ৪ ঘন্টা আটক রেখে মুছলেখা নেওয়া হয়েছে। এ সময় কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

দেখা যায় রোগী ও জরুরি পরিবহন ছাড়া অন্য যে কোনো পরিবহনকে বাড়িতে ফিরিয়ে দিতে দেখা যায় পুলিশকে। সব প্রকার গণপরিবহন বন্ধ থাকায় বাধ্য হয়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা অনেককে।

রিকশাচালক মোঃ রফিক বলেন, রিকশা না চালালে খাব কি। তাইতো রিকশা নিয়ে বের হয়েছি। বুঝেশুনে চালাচ্ছি। যেসব জায়গায় পুলিশের চেকপোস্ট রয়েছে, তা এড়িয়ে চলছি।

একজন গার্মেন্টস শ্রমিক জানিয়েছেন, লকডাউন ঘোষণার পর সকাল থেকে গণপরিবহন বন্ধ রয়েছে। কিন্তু কারখানার উৎপাদন কার্যক্রম চলছে। প্রতিবারই লকডাউনে বিপাকে পড়তে হয় তাদের। রাস্তায় দুর্ভোগ পোহাতে হয়। সবকিছু বন্ধ করে দিয়ে কারখানা খোলা রেখে এ কেমন লকডাউন দেওয়া হচ্ছে। এমন পরিস্থিতি থেকে রেহাই চান কারখানার শ্রমিকরা।

কর্ণফুলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সুকান্ত সাহা বলেন, স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে এবং সব বিধিনিষেধ কার্যকর করার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। মানুষকে সচেতন করার জন্য মাইকিংও করা হচ্ছে। মাস্কের ব্যবহার নিশ্চিত করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সব শ্রেণিপেশার মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.