কালামিয়া বাজারে মাইক্রোবাসের ধাক্কায় নিহত ১, আহত ৩

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানাধীন কালামিয়া বাজারে মাইক্রোবাসের ধাক্কায় রিকশাচালক নিহত হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১ জুলাই ) বোর ৬টার দিকে লিজা কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বাকলিয়া থানার উপপরিদর্শক (এসআই) হুমাইন কবির জানান, নিহত রিকশা চালকের নাম জানা যায়নি।

আহতরা গার্মেন্ট শ্রমিকরা হলেন- ছকিনা (৪০), জোসনা (২৫) ও তাছলিমা (২৭)।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-সহকারী পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া বলেন, মাইক্রোবাসের ধাক্কায় রিকশা চালকসহ আহত ৪ জনকে সাড়ে ৬ টার দিকে হাসপাতালে আনা হয়।

তাদের মধ্যে ২ জনকে ২৮ নম্বর নিউরোসার্জারি ও ২ জনকে ২৬ নম্বর অর্থোপেডিক ওয়ার্ডে ভর্তি করা হয়। সকাল সাড়ে ১০টার দিকে নিউরোসার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রিকশাচালকের মৃত্যু হয়েছে।
মরদেহ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.