বাড়ছে আক্রান্তের সংখ্যা: ১ দিনে করোনায় মৃত্যু ৫, আক্রান্ত ৫৫২

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

চট্টগ্রামে গত একদিনে (গত ২৪ ঘন্টায়) ২০৬২ জনের করোনার নমুনা পরীক্ষায় ৫৫২ জনের পজিটিভ (নতুন) এসেছে। এর মধ্যে মহানগরের ৩৯৬ জন এবং বিভিন্ন উপজেলার ১৫৬ জন। গত এক দিনে মারা গেছে ৫ জন। সবমিলে চট্টগ্রামে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে মোট ৭০৬ জন। মহানগরীতে ৪৭৭ জন, বিভিন্ন উপজেলায় ২২৯ জন।

চট্টগ্রামে ১১ টি করোনা পরীক্ষার ল্যাব এবং কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে করোনার নমুনা পরীক্ষা শেষে, বৃহস্পতিবার (১ জুলাই) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি চট্টগ্রাম নিউজকে এ তথ্য জানান।

তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ৮৩ নমুনা পরীক্ষা করে ৪০ জনের পজিটিভ। মহানগরে ২৬ জন, ১৪ জন উপজেলার।

চট্টগ্রাম বিআইটিআইডিতে টি ৪৭৯ টি নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ৮৭ টি পজিটিভ। নতুন আক্রান্তদের মধ্যে মহানগরীতে ৪৬ জন। বিভিন্ন উপজেলায় ৪১ টি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিবেদনে ১৯৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ৬৫ জনের পজিটিভ শনাক্ত হয়। মহানগরের ৪৮ জন, উপজেলায় ১৭ জন।

চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি (CVASU)’তে ৫০৩ টি নমুনা পরীক্ষায় টি ১৪০ পজিটিভ। যাদের মধ্যে মহানগরীতে ৮৭ টি, উপজেলায় ৫৩ টি।

ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৪৩ নমুনা পরীক্ষায় ৫৫ জনের পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। মহানগরে ৫৩ জন, বিভিন্ন উপজেলার ২ জন।

শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৩৩৪ নমুনা পরীক্ষায় ৩৭ জন পজিটিভ, নগরে ৩০ জন, উপজেলায় ৭ জন।

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩৯ টি নমুনা পরীক্ষায় ১১ জনের পজিটিভ। মহানগরে ৯ জন এবং উপজেলায় ২ জন।

আর টি আর এল চট্টগ্রাম ল্যাবে ৩৫ টি নমুনা পরীক্ষায় ১৮ জন পজিটিভ। মহানগরে ১৪ জন, উপজেলায় ৪ জন।

অপরদিকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে ল্যাবে ২৩ টি নমুনা পরীক্ষায় ২ জনের পজিটিভ। ২ জনই উপজেলার।

মেডিকেল সেন্টার হাসপাতালে ৩২ নমুনা পরীক্ষায় ১৫ জনের পজেটিভ। নগরে ১৫ জন।

এন্টিজেন টেষ্টে ১০৯ জনের নমুনা পরীক্ষায় ৪০ জনের পজেটিভ। মহানগরীতে ৩৫ জন এবং ৫ জন উপজেলার।

ইপিক হেলক কেয়ারে ৮৭ নমুনা পরীক্ষায় ৪২ জনের করোনা শনাক্ত। মহানগরীতে ৩৩ জন ও উপজেলায় ৯ জন।

এ ছাড়া উপজেলায় লোহাগাড়া ৬ জন, বাঁশখালী ৩ জন, আনোয়ারা ৫ জন, চন্দনাইশ ৪ জন, পটিয়া ৪ জন, বোয়ালখালী ৮ জন, রাঙ্গুনিয়া ১২ জন, রাউজান ১৪ জন, ফটিকছড়ি ১৩ জন, হাটহাজারী ৩৬ জন, সীতাকুন্ডে ৩০ জন, মিরসরাই ২১ জন।

এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছালো ৫৯ হাজার ৩১৬ জনে। এর মধ্যে মহানগরীতে ৪৬ হাজার ২৬৩ জন, উপজেলায় ১৩ হাজার ৫৩ জন।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.