কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার শহরের খুরুশকুল রাস্তার মাথা এলাকা থেকে হেলাল উদ্দিন (৩৫) নামের এক ব্যক্তিকে ৪৬ পিস ইয়াবাসহ আটক করেছে ডিবি পুলিশ। এসময় তার কাছ থেকে নগদ ৪৫ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন পাওয়া যায়। আটক ব্যক্তি নিজেকে অনলাইন সাংবাদিক বলে দাবি করেন।
বুধবার (৩০ জুন) দুপুর ২ টার দিকে একটি অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এই অভিযান পরিচালনা করেন তারা।
হেলাল উদ্দিন উখিয়া উপজেলার বালুখালী আশারপাড়া এলাকার মো. হোছনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে ডিবি পুলিশের এসআই নাজমুল হাসান বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করি। আসামিকে জিজ্ঞাসাবাদ করলে সে নিজেকে যমুনা অনলাইনের উখিয়া প্রতিনিধি হিসেবে দাবি করেন। তার বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় মামলা দায়ের প্রক্রিয়া চলছে।