হোয়াটসঅ্যাপে ড্রাফট মেসেজ খুঁজে পাবেন যেভাবে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

ডিজিটাল মাধ্যমে দৈনন্দিন যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এক প্ল্যাটফর্ম হয়ে উঠেছে হোয়াটসঅ্যাপ। বিশ্বব্যাপী ৩০০ কোটি মানুষ বর্তমানে এই ইন্সট্যান্ট মেসেজিং অ্যাপটি ব্যবহার করে থাকে। সোশ্যাল মিডিয়া জায়ান্ট মেটার মালিকানাধীন এই অ্যাপটি’তে নিত্যনতুন সব ফিচার যুক্ত করা হয় প্রায় নিয়মিতভাবেই। নতুন ফিচার নিয়ে আসার ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ তাঁদের ব্যবহারকারীদের চাহিদা ও প্রয়োজনকে প্রাধান্য দিয়ে থাকে, যাতে করে ব্যবহারকারীদের অভিজ্ঞতায় ইতিবাচক পরিবর্তন নিয়ে আসা যায়। এই লক্ষ্যেই গত বছরের নভেম্বরে অ্যাপটি ‘মেসেজ ড্রাফটস’ নামে নতুন একটি ফিচার নিয়ে আসে। ফিচারটির সুবিধা ও এর ব্যবহার নিয়েই আজকের আলোচনা।

মেসেজ ড্রাফটস ফিচারটি কী, কীভাবে ব্যবহার করতে হয়?
হোয়াটসঅ্যাপে প্রায়শই দেখা যায় যে, ব্যবহারকারীরা কোনো একটি মেসেজ টাইপ করার সময় মেসেজটি পুরোপুরি শেষ না করেই অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। হয়তো ফোনে বা হোয়াটসঅ্যাপে আগত কোনো কল রিসিভ করতে হয়েছে, কিংবা অন্য কোনো মেসেজের রিপ্লাই লিখতে হয়েছে। অথবা স্মার্টফোনটি রেখে অন্য কোনো কাজে হাত দিয়েছেন।

কারণ যা-ই হোক না কেন, ব্যবহারকারী হোয়াটসঅ্যাপের নির্দিষ্ট চ্যাটে (ব্যক্তিগত বা গ্রুপ চ্যাটে) যে মেসেজটি টাইপ করছিলেন সেটি তিনি সম্পন্ন করেননি। কিন্তু অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ায় ব্যবহারকারী হয়তো ভুলে যেতে পারেন অসম্পূর্ণ ড্রাফট মেসেজটির কথা। কিংবা এমনটাও হতে পারে যে, অসম্পূর্ণ মেসেজের কথা ব্যবহারকারীর মনে আছে কিন্তু কাকে বা কোন গ্রুপে লিখছিলেন সেটা মনে নেই। আবার এমনও হতে পারে, অসম্পূর্ণ ড্রাফট মেসেজটির কথা কয়েক ঘন্টা পর মনে পড়ল ব্যবহারকারীর। ততক্ষনে মেসেজটি যে প্রসঙ্গে লেখা হচ্ছিলো তা-ই শেষ হয়ে গিয়েছে, কিংবা আলোচনা অন্য প্রসঙ্গে চলে গেছে।

এই সমস্যার সমাধান দিতেই হোয়াটসঅ্যাপ ‘মেসেজ ড্রাফটস’ ফিচারটি নিয়ে এসেছে। এই ফিচারটির কল্যাণে যেকোনো অসম্পূর্ণ মেসেজ, অর্থাৎ ড্রাফট মেসেজ, সহজেই চোখে পড়বে ব্যবহারকারীর। কীভাবে?

হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট বা গ্রুপ চ্যাটে লিখে রাখা একটি মেসেজ (যেটি এখনও শেষ করে পাঠানো হয়নি) এখন ‘ড্রাফটস’ নামে আলাদাভাবে চিহ্নিত হয়ে থাকে। সহজে চোখে পড়ার জন্য ‘ড্রাফটস’ শব্দটি সবুজ রঙে (হোয়াটসঅ্যাপের থিম কালার) হাইটলাইট হয়ে থাকে। ফলে ব্যবহারকারী হোয়াটসঅ্যাপ ওপেন করলেই বুঝতে পারেন কোন চ্যাটে (ব্যক্তিগত বা গ্রুপ) তার অসম্পূর্ণ বা ড্রাফট মেসেজ আছে।

এবার ব্যবহারকারী নির্দিষ্ট চ্যাটটি ওপেন করলেই ড্রাফট মেসেজটি পেয়ে যাবেন ঠিক ততটুকুই যতটা তিনি ইতোপূর্বে লিখে রেখেছেন। এবারে মেসেজটি সম্পন্ন করে পাঠিয়ে দেওয়ার পালা।

এভাবেই ‘মেসেজ ড্রাফটস’ ফিচারটির কল্যাণে হোয়াটসঅ্যাপে এখন খুব সহজেই অসম্পূর্ণ বা ড্রাফট করা মেসেজ খুঁজে পেতে পারেন ব্যবহারকারীরা।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.