সাধ ও সাধ্যের ঈদ কেনাকাটায় ভরসা জহুর হকার্স মার্কেট

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

চট্টগ্রাম শহরে কম খরচে পোশাক কেনার জনপ্রিয় স্থান জহুর হর্কাস মার্কেট। নগরের নিউমার্কেট এলাকার এই বিপণিকেন্দ্র বহু বছর ধরে স্বল্প আয়ের মানুষের ভরসা। এখানে কেনাকাটায় সারা বছরই থাকে ক্রেতার ভিড়। ঈদ আসলেই জমে উঠে নিম্নবিত্তের এই মার্কেট। মধ্যরাত পর্যন্ত চলে বিকিকিনি। সেই ঐতিহ্য এবারও বজায় থাকলেও বদলে গেছে এবারের ঈদের বাজার। অন্য মার্কেটগুলোর সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে পোশাকের ভিন্নতা।

ছেলেদের পোশাকের জন্য বেশ সুপরিচিত হলেও এখন বেশ কয়েকটি দোকানে পাওয়া যাচ্ছে মেয়ে ও শিশুদের পোশাক। ঈদের শপিং বাজেট যাই হোক, কম দামে ছেলেদের হাল ফ্যাশনের পোশাক পেতে এর জুড়ি মেলা ভার। তাই ঈদ কেনাকাটায় একবার হলেও তরুণরা ঢুঁ মারেন এ মার্কেটে।

বিশেষ করে ডেনিম প্যান্ট ও বাহারি রেডিমেট শার্টের বিশাল সমাহার রয়েছে দোকানগুলোতে। নগরের প্রাণকেন্দ্রে অবস্থানের কারণে এ মার্কেট সারা বছরই ক্রেতার ভিড়। এসব দোকানে বিভিন্ন ক্যাটাগরির পোশাক পাওয়া যায়। কিছু দোকানে পাওয়া যায় দেশীয় গার্মেন্টসে তৈরি রপ্তানিযোগ্য পোশাক। ১২০০ থেকে ২ হাজার টাকার মধ্যে পাওয়া যায় এসব পোশাক। তবে যাদের বাজেট কম তারাও হতাশ হবেন না এ মার্কেটে এসে। স্বল্প মূল্য নিজের পছন্দের পোষাক ক্রয় করতে পারবেন এখান থেকে।

হকার্স মার্কেট মূলত মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণির ক্রেতারাই বেশি আসেন। কম দামে ভালো পণ্য পাওয়া যায় বিধায় ক্রেতারা এই মার্কেটে কেনাকাটা করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। ঈদ কে ঘিরে নগরীর মার্কেটগুলোতে শুরু হয়েছে জমজমাট বেচাবিক্রি। ইফতারের পর ক্রেতাদের পদচারণায় মুখর হয়ে ওঠে ছোট বড় প্রতিটি মার্কেট। পছন্দের পণ্যটি কেনার জন্য ক্রেতারাও এক মার্কেট থেকে আরেক মার্কেটে হন্যে হয়ে ছুটছেন। অপরদিকে বেচাবিক্রি বাড়ায় বিক্রেতাদের মুখেও ফুটেছে হাসি।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.