চট্টগ্রামের প্রথম নারী ফুল ম্যারাথন ফিনিশার আয়েশা আক্তার জুলির গৌরবময় অর্জন

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

গত ৮ ফেব্রুয়ারী ঢাকার পূবাচলে অনুষ্ঠিত হওয়া ঢাকা ইন্টারন্যাশনাল ম্যারাথন ২০২৫-এ চট্টগ্রামের হয়ে গৌরবময় সাফল্য অর্জন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা আক্তার জুলি। তিনি ৪২.১৯৫ কিলোমিটারের ফুল ম্যারাথন সফলভাবে শেষ করে নারীদের মধ্যে ১৪তম স্থান অর্জন করেছেন। আয়েশা এই অসাধারণ অর্জনের মাধ্যমে চট্টগ্রামের প্রথম নারী ফুল ম্যারাথন ফিনিশার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

এই ইভেন্টে আয়েশা মাত্র ৫ ঘন্টা ৪০ মিনিটে রেস সম্পন্ন করেন, যেখানে কাট-অফ সময় ছিল ৬ ঘন্টা ৩০ মিনিট। ঢাকা ইন্টারন্যাশনাল ম্যারাথন ২০২৫-এ বিভিন্ন বিভাগে ১০,১২৭ জন অংশগ্রহণকারী প্রতিদ্বন্দ্বিতা করেন, যার মধ্যে মাত্র ২৪ জন নারী ফুল ম্যারাথন সম্পন্ন করতে সক্ষম হন। আয়েশা আক্তার জুলির এই সাফল্য নারী জাগরণের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত করা হচ্ছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আয়েশা আক্তার জুলি বলেন, “পথ চলতে নারীদের যেমন অনেক বাঁধার সম্মুখীন হতে হয় ঠিক তেমনি বিষয়টা সত্যি ক্রিয়া ক্ষেত্রেও, তবে দিন পরিবর্তন হচ্ছে, আমরাও সাহস পাচ্ছি, আমার এই ছোট্ট অর্জন উৎসর্গ করলাম সামনের প্রজন্মের জন্ম, আমি চাই সবার আগ্রহী হোক খেলাধুলা ও ফিটনেস ও স্বাস্থ্য সচেতনতায় ”

চট্টগ্রামের ক্রীড়াঙ্গনে নারীদের অংশগ্রহণ এবং সাফল্যের ক্ষেত্রে আয়েশা আক্তার জুলির এই অর্জন একটি অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। আয়েশা তার এই যাত্রায় নারী দৌড়বিদদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করেছেন।

আয়েশা আক্তার জুলির এই সাফল্য চট্টগ্রামের তরুণ সমাজ এবং ক্রীড়া জগতের জন্য একটি উদাহরণ হয়ে থাকবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.