বিদ্যানন্দের পরিবেশবান্ধব বই স্টল

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

বইমেলায় ঢুকে একটু সামনে গেলে চোখে পড়বে নান্দনিক সাজে সজ্জিত একটি স্টল। বিভিন্ন কাঠের টুকরো দিয়ে তৈরি এই স্টল। একেকটা একেক সাইজের কাঠের টুকরো। নেই কোন নির্দিষ্ট সাইজের কাঠ। এলোমেলাভাবে সাজিয়ে তৈরি করেছেন। দূর থেকে মনে হয় পরিত্যক্ত কোন কাঠের স্তূপ। স্টলের উপরে লেখা ‘বিদ্যানন্দ’। প্রতি বারের ন্যায় এবারো ভিন্ন কিছু বার্তা ভিন্ন কিছু রূপ দিতেই এমন উদ্যোগ গ্রহণ করেছে বিদ্যানন্দ।

কাগজ রিসাইকেল করি বৃক্ষের প্রাণ বাঁচাই’ এ থিমের আদলে এবারের স্টল তৈরি করা হয়েছে। বৃক্ষ নিধন কতটা ভয়াবহ, এর ফলে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। বৃক্ষ নিধনের বিরুদ্ধে নতুন প্রজনন্মকে একটা বার্তা দিতে এভাবে নির্মাণ করা হয়েছে বিদ্যানন্দের স্টল। মূলত বৃক্ষরোপণকে উৎসাহিত করতে এ থিমে তৈরি করা হয়েছে এবারের স্টল

বিদ্যানন্দের স্টলে পাওয়া যাচ্ছে পুরাতন বইয়ের বিনিময়ে আরো একটি বই নেওয়ার সুযোগ। এছাড়াও বিদ্যানন্দের স্টল থেকে যেকোনো বই কিনলে একটি করে গাছ উপহার দেওয়া হচ্ছে। মূলত তরুণ প্রজন্মের মধ্যে এক অন্যরকম বার্তা দিতেই এবারের বইমেলায় এই ভিন্নধর্মী উদ্যোগ গ্রহণ করেছে বিদ্যানন্দ।

মেলায় আগতরা ঘুরে ঘুরে দেখছেন নিজের প্রিয় লেখকদেরসহ মেলায় আসা নতুন বইগুলো। এ স্টল থেকে ওই স্টলে ঘোরাঘুরিতে কাটিয়ে দিচ্ছে সময়। পছন্দমত বইও কিনছে। অনেকে আবার দল বেঁধে এসে বিভিন্ন স্টল ঘুরে চলে যাচ্ছেন। কারিগরের কোমল হাতের ছোঁয়ায় ঝকঝকে রঙিন রূপ পেয়েছে বইমেলার স্টলগুলো। সুসজ্জিত বৈচিত্র্যময় দৃষ্টিনন্দন স্টলে লেখক পাঠক আর দর্শনার্থীর পদচারণায় মুখর বইমেলা প্রাঙ্গণ। নিচ্ছেন নতুন বইয়ের অমৃত গন্ধ।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.