মা, বাবা, ভাই, বোন, জীবনসঙ্গী, সন্তান- এ সম্পর্কের বাইরেও আমাদের জীবনে যার গুরুত্ব সবচেয়ে বেশি, তাকে আমরা বন্ধু বলি। মনের কথা প্রকাশের জন্য আমাদের সবচেয়ে বড় নির্ভরতার নাম বন্ধু। ভালো বা খারাপে, সুখে কিংবা দুঃখে, আনন্দে বা বিষণ্নতায় যার কথা সবার আগে মাথায় আসে, সে আমাদের বন্ধু।
কিন্তু জীবন চলার পথে একসময় এই বন্ধুদের সঙ্গেই আমরা সংযোগ হারিয়ে ফেলি। স্কুল-কলেজে যাকে ছাড়া কোনোদিন ক্লাসে ঢোকেননি, সেই তার সঙ্গেই আজকাল দেখা করার আগে রাজ্যের ‘প্ল্যান’ করা লাগে!
বন্ধুত্বের পুরনো সম্পর্ককে নতুন করে ঝালাই করে নিতেই হয়তো আজকের দিবসটির প্রচলন করা হয়েছে। কারণ আজ প্রিয় বন্ধুকে ফোন বা কল দেওয়ার দিন।
জীবনে বন্ধুদের ভূমিকা যেমন গুরুত্বপূর্ণ, বন্ধুত্ব উদ্যাপন করাটাও তেমনি গুরুত্বপূর্ণ কাজ। সামাজিক যোগাযোগ মাধ্যমের বদৌলতে বন্ধুর জীবনের যত আপডেটই পান, রিলস আর রিয়েকশান পাঠিয়ে যতই একটিভ থাকুন, বন্ধুর কণ্ঠ শোনার যে আবেদন সেটির সঙ্গে আসলে কিছুরই তুলনা হয় না!
যোগাযোগ কমে যেতে পারে, তবে বন্ধুত্বে কখনও কোনো ‘ব্রেকআপ’ নেই। সংকোচ ঝেড়ে ফেলে তাই প্রিয় বন্ধুটিকে আজ ফোন দিয়ে ফেলুন আর উদযাপন করুন ‘কল এ ফ্রেন্ড ডে’।
তাছাড়া বন্ধুর কাছে আবার ইগো কিসের! আপনার কাজ অথবা আচরণের মাধ্যমে যে দূরত্ব তৈরি হয়েছে, তার জন্য বন্ধুর কাছে ক্ষমা চান। মন খুলে আড্ডায় মেতে উঠুন। ওপাশ থেকে বন্ধুর কথাও মনোযোগ দিয়ে শুনুন। তাকে ধন্যবাদ জানান, বন্ধুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন।