ভাই বোনের ভিন্ন এক উদ্যোগ।ভাই-বোনের সম্পর্ক হলো এমন এক বন্ধন, যেখানে কোনো শর্ত নেই, নেই কোনো শেষ। ছোট-বড় যতই হোক, একজন আরেকজনের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকবে এটাই তো কথা। আর সেটাই যেন দেখালেন কুলসুমা এবং তার ছোট ভাই। বোনের কাজে সাহায্য করতে প্রতিদিন বোনের এই ফুড কোর্টে সময় দিচ্ছেন তারই ছোট ভাই সাব্বির।
নিজের ইচ্ছ পূরণ করতে কোনো বয়সের দরকার হয়না। দরকার হয় সঠিক পদক্ষেপ এবং উদ্যোগের। নগরীর সরকারি কমার্স কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী কুলসুমা পড়াশোনার পাশাপাশি চালাচ্ছেন এই ফুড কোর্ট। নানা বাধা বিপত্তিকে পেছনে ফেলে প্রতিনিয়ত নিজের সাথে যুদ্ধ করে একজন মেয়ে হয়ে সামলাচ্ছেন এই ফুড কোর্ট।
কোনো কাজই ছোট কিংবা বড় নয়। সব কাজেরই সমান মর্যাদা রয়েছে। সমাজের সকল বাধা কে পেছনে ফেলে নিজেকে একজন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলেছেন তিনি।যেখানে খাবার খেতে ভীড় করেন নানা বয়সী মানুষ। তিনি মনে করেন তার কাছে তার কাজই সম্মানের।
নিজেদের ব্যস্ত সময় থেকে কিছুটা সময় বের করে তারা তাদের স্বপ্নকে বাস্তব রূপ দেওয়ার সাহস করছেন।ইচ্ছেশক্তি থাকলে যে যেকোনো পরিস্থিতিতেই নিজেকে প্রমাণ করা যায় তারই এক বাস্তব উদাহরণ দিলেন কুলসুমা।
আজকাল নানা ব্যস্ততায় আমরা নিজেদের শখ ভুলে যাই। এক্ষেত্রে কুলসুমা এবং তার ছোট ভাই যেন তার ব্যতিক্রম। তাদের এই ফুড কার্টের যাত্রা আমাদের শেখায় যে, কোনো কাজ শুরু করতে হলে অনেক বেশি পরিকল্পনার প্রয়োজন নেই। নিজেদের প্রতি ভরসা রেখে কাজে নেমে পড়লেই সফল হওয়া সম্ভব।।