প্রতিদিন বিকেলে জমে উঠে চট্টগ্রামের বিজয় মেলা। দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা এসে ভিড় করছে মেলায়। অনেকেই ঘরের নিত্যপণ্য কিনছেন মেলা থেকে। আবার অনেকে এসেছেন ঘুরতে।চট্টগ্রামে জেলা প্রশাসনের আয়োজনে ছয়দিনের বিজয় মেলায় দুপুর গড়াতেই নানা বয়সি মানুষ ভিড় করতে শুরু করেন চট্টগ্রাম সার্কিট হাউজের পাশে মেলার মাঠে। সন্ধ্যার পর সার্কিট হাউজ এলাকা জনস্রোতে পরিণত হয়। চলো দুর্জয় প্রাণের আনন্দে স্লোগানে বুধবার থেকে এই মেলা শুরু হয়েছে। চলবে ১৬ ডিসেম্বর পর্যন্ত।
কয়েকজন দোকানি জানান, অন্য যেকোনো বছরের চেয়ে এবার মেলা বেশি জমজমাট। প্রত্যন্ত অঞ্চল থেকে পণ্যসামগ্রী নিয়ে ব্যবসায়ীরা এসেছেন মেলায়। বেচাকেনাও ভালো হচ্ছে। বিজয় দিবসের আগে ও পরে আরও বেশি বেচাকেনা হবে।
প্রতিদিনের আয়োজনে রয়েছে আলোচনা সভা, সাংস্কৃতিক সন্ধ্যা ও বিজয়ের কথামালা, ৫২’র ভাষা আন্দোলন, ৬৯’র গণ অভ্যুত্থান, ৭১’র মহান মুক্তিযুদ্ধ, ১০’র গণ অভ্যুত্থান ও ২৪’র গণ অভ্যুত্থানের মূল্যবোধ বিষয়ক স্মৃতিচারণ। এদিকে মেলার সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে জানতে চাইলে আয়োজোক কমিটি জানায়
মেলায় ঘুরতে আসা দর্শার্থীরা জানায় মেলায় ঘুরতে এসে তাদের ভালো লেগেছে তবে এবারের মেলা সংক্ষিপ্ত হওয়ায় নগরীরবাসী তেমন উপভোগ করতে পারছে না।
প্রতি বছর চট্টগ্রাম আউটার স্টেডিয়ামে শুরু হয় নগরবাসীর প্রাণের বিজয় মেলা। সেই ধারাবাহিকতায় এবারও বসেছে মেলা। তবে এবার স্থান পরিবর্তন করে সার্কিট হাউসের পাশে জিয়া স্মৃতি জাদুঘরের সামনে হচ্ছে এই মেলা। মেলায় শতাধিক স্টল রয়েছে। বেশির ভাগই নারীদের জুয়েলারি পণ্য। তরুণরাও দোকান বসিয়েছেন। এ ছাড়া পণ্যের পসরা সাজিয়েছেন দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা ক্ষুদ্র ব্যবসায়ীরা।