কোন দেশের মানুষ বেশিদিন বাঁচে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে সাধারণত সবার আগে মাথায় আসে জাপানের নাম। তবে জাপান, দক্ষিণ কোরিয়ার মতো এশীয় দেশগুলোকে পেছনে ফেলে সর্বোচ্চ গড় প্রত্যাশিত আয়ুর দেশ এখন মোনাকো।
পরিসংখ্যান বিষয়ক জার্মান অনলাইন প্লাটফর্ম ‘স্ট্যাটিস্টা’র তথ্য মতে, ২০২৩ সালের হিসাবে নারী এবং পুরুষ উভয়ের প্রত্যাশিত সর্বোচ্চ গড় আয়ু মোনাকোর। ওই বছর দেশটির পুরুষদের গড় প্রত্যাশিত আয়ু ছিল ৮৪ বছর এবং নারীদের ৮৯ বছর। ইউরোপের ছোট এই নগররাষ্ট্রের জনসংখ্যা ৪০ হাজারেরও কম।
দ্বিতীয় অবস্থানে আছে সান মারিনো। এরপর আছে এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়া, চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকং ও ম্যাকাওয় এবং জাপান।
এই চারটি দেশ ও অঞ্চলেরই নারীদের প্রত্যাশিত গড় আয়ু ৮৭ বছর এবং পুরুষদের ৮১ বছর।
ইউরোপের দেশ মাল্টা, স্পেন এবং সুইজারল্যান্ড আছে যথাক্রমে সাত, আট এবং নয় নম্বরে। আর ১০ নম্বরে আছে এশিয়ার দ্বীপরাষ্ট্র সিঙ্গাপুর।