চিঠির সঙ্গে বিপদ ডেকে আনছেন না তো?

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে জনপ্রিয় অ্যাপ হলো চিঠি ডট মি। সেখানে পরিচয় গোপন করে মনের কথা প্রকাশ করা যায়।

তবে যদি প্রশ্ন করি এ অ্যাপটি নিরাপদ কিনা তখন কী করবেন। আপনি কি জানেন এ অ্যাপের মাধ্যমে চুরি হতে পারে আপনার তথ্য? এমনকি আপনার সার্চ হিস্ট্রিও চলে যেতে পারে অন্যের হাতে।

খেয়াল করলে দেখা যাবে, অ্যাপটি ডাউনলোড করার সময় শর্তের মধ্যেই লেখা থাকে গ্রাহকদের সামান্য কিছু তথ্য তারা রাখবে। পাশাপাশি প্রয়োজনে অতিরিক্ত তথ্যও তারা নিতে পারে। এদিকে অ্যাপটি যে সুরক্ষিত সে কথাও বলা হয়নি। শর্তের মধ্যে স্পষ্টতই বলা রয়েছে, তথ্য যে সুরক্ষিত সেটা নিশ্চিত নয়।

জানিয়ে দেওয়া হচ্ছে, এটি ব্যবহারকারীর আইপি অ্যাড্রেস মোবাইলের ইউনিক আইডিসহ কিছু তথ্য অ্যাক্সেস করতে পারে। পাশাপাশি ব্যবহারকারীর সার্চ হিস্ট্রিও অ্যাক্সেস করতে পারে এই অ্যাপ। ফলত ব্যবহারকারীর তথ্য অন্যের হাতে যেতে পারে যে কোনো মুহূর্তে।

তবে বিষয়টি এখানেই শেষ নয়, এই অ্যাপ যোগাযোগের জন্য অফিসিয়াল ই-মেইল হিসেবে chithi.me.app@gmail.com জি-মেইলের একটি ই-মেইল ব্যবহার করছে।

যে কেউ যে কোনো জায়গায় বসে এ ধরনের আইডি খুলতে পারেন। এ ধরনের জি-মেইল আইডি ব্যবহার করে বড় ধরনের অপরাধ করলেও খুঁজে বের করা বেশ কঠিন। সামাজিক যোগাযোগ মাধ্যমের এ চিঠি ডেকে আনতে পারে বড় বিপদ।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.