দৃষ্টিনন্দন নৈসর্গিক অঙ্গন

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

ইটপাথরের জঞ্জালে ভরা নগরীতে পরিবার-পরিজন নিয়ে স্বতঃস্ফূর্ত নিরিবিলি প্রাকৃতিক পরিবেশের দেখা পাওয়াই যেন কষ্টসাধ্য। প্রাণ খুলে নিঃশ্বাস নেয়ার জায়গাও তেমন একটা নেই। তাই বন্দরনগরী চট্টগ্রামের বিনোদনপ্রেমীদের জন্য দৃষ্টিনন্দন এক উদ্যান গড়ে তুলেছে গণপূর্ত অধিদফতর। সপ্তাহব্যাপী কাজে ডুবে থাকা মানুষের ছুটির দিনে স্বস্তির নিঃশ্বাস নেয়ার মতন জায়গা তৈরি হয়েছে নগরীর বায়েজিদ থানাধীন সেনানিবাস সড়কের বাম পাশে ‘বায়েজিদ সবুজ উদ্যান’।

উদ্যানে পরতে পরতে সাজানো ৪১ প্রজাতির বৃক্ষরাজির সবুজায়ন। হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে পড়লে বসে দু’দণ্ড জিরিয়ে নিতে রয়েছে বসার বেঞ্চ। প্রায় ৪ হাজার ফুটের ওয়াকওয়ে। রয়েছে শিশুদের সময় কাটানোর বাহারি খেলনা। দুই একরের বিশাল জায়গাজুড়ে বায়েজিদ সবুজ উদ্যান ৮ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত করা হয় । পার্কে বাচ্চাকে নিয়ে ঘুরতে আসা এক দর্শনার্থী বলেন, পড়ন্ত বিকালে মেয়েকে নিয়ে সবুজ এই পার্কে বেড়াতে এসেছেন । পার্কে শিশুরা নিজের মতো করে খেলতে পারছে বলে আনন্দ প্রকাশ করেছেন তিনি ।

ঘাস, বৃক্ষ, ফুল, পানির ফোয়ারা, আলোর ঝিলিক- সব মিলিয়ে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলার দৃষ্টিনন্দন নৈসর্গিক অঙ্গন। ভোর ৫টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত ব্যায়াম, হাঁটাহাঁটি ও শরীর চর্চার জন্য এবং বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উদ্যানটি খোলা রাখা হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা । কোনো ধরনের প্রবেশ ফি ছাড়াই দর্শনার্থীরা উদ্যানে প্রবেশ করতে পারবেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.