করোনায় দেশে মৃত্যু ১১২, শনাক্ত ৭৬৬৬

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় ১১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৩৮৮ জন। একই সময়ে দেশে নতুন করে করোনায় শনাক্ত হয়েছেন ৭ হাজার ৬৬৬ জন। গতকালের তুলনায় শনাক্তের সংখ্যা কিছুটা কমেছে। ফলে দেশে মোট করোনায় শনাক্তের সংখ্যা হলো ৯ লাখ ৪ হাজার ৪৩৬ জন।

মঙ্গলবার (২৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৩২ হাজার ৬৫৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ৩১ হাজার ৯৮২টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৩ দশমিক ৯৭ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৫ লাখ ৭৩ হাজার ৮২২টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ।

এর আগে গতকাল ২৮ জুন করোনায় আক্রান্ত হয়ে ১০৪ জন মৃত্যুবরণ করেন। গতকাল শনাক্তের সংখ্যা ছিল ৮ হাজার ৩৬৪ জন।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.