যেভাবে হয়েছে রিয়াজুদ্দিন বাজারের নামকরণ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

রেয়াজউদ্দীন বাজার। চট্টগ্রাম শহরের একটি ঐতিহাসিক বাজার। এটি চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের নিকট অবস্থিত। বহুকাল আগে থেকেই এই বাজারের জনপ্রিয়তা রয়েছে পুরো চট্টগ্রামে জুড়ে।এই রিয়াজুদ্দিন বাজারের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় ভিন্ন জনের ভিন্ন মতামত।

স্থানীয়দের কেউ কেউ বলে থাকেন চট্টগ্রাম বিভাগের নোয়াখালী অঞ্চলের প্রথম গ্র্যাজুয়েট শেখ রিয়াজউদ্দিন আহমদ সিদ্দিকীর নামে এই বাজারের নামকরণ হয়। চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের নিকট জঙ্গলাকীর্ণ বিশাল অঞ্চল তিনি কম দামে কিনে নেন এবং এই বাজারটি প্রতিষ্ঠা করেন।

ঢাকার যেমন চকবাজার, কলকাতার বড়বাজার, দিল্লির চাঁদনিচক, লাহোরের আনারকলি বাজার, চট্টগ্রামের তেমনই রিয়াজউদ্দীন বাজার। হাতির দাঁত থেকে বাঘের নখ পর্যন্ত এমন কনো বস্তু নেই, যা রিয়াজউদ্দীন বাজারে পাওয়া যায় না! খাবার, পোষাক, কসমেটিক, বিদেশি পণ্য। নগর জুড়ে চকচকে মল, সুপার মার্কেট, শপিং প্লাজার রমরমার মধ্যেও সাশ্রয়ী মূল্যে বিপুল কেনাকাটার জন্য চট্টগ্রামের মানুষের ভরসা রিয়াজউদ্দীন বাজার।

রিয়াজউদ্দীন বাজার, চট্টগ্রাম শহরের অন্যতম ব্যস্ততম একটি বাজার। এখানে সবধরনের জিনিসপত্রই পাওয়া যায়। এখানে রয়েছে দুই শতাধিক মার্কেটে ১০ হাজারেরও বেশি দোকান। উত্তরে এনায়েতবাজার, দক্ষিণে স্টেশন রোড, পূর্বে জুবিলী রোড এবং পশ্চিমে বিআরটিসি বাস স্ট্যান্ড-এর বিশাল এলাকা নিয়েই রিয়াজউদ্দীন বাজার। এখানে আসল হতে নকল সকল রকমের পণ্য পাওয়া যায়

চট্টগ্রামের বাজার-সংস্কৃতিতে যুগ যুগ ধরে জাত ব্যবসায়ীদের কারণেই রিয়াজউদ্দীন বাজার শুধু দেশে নয়, বিদেশেও সুখ্যাতি পেয়েছে। সব ধরনের পোশাক থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় দেশি-বিদেশি দরকারি সবই পাওয়া যায় এখানে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.