নগরের বহদ্দারহাট থেকে উত্তর দিকে কিছু পথ গেলেই বাড়াইপাড়া । রাস্তার দু’পাশের অলিগলিতে চোখে পড়বে কাঠের ওপর তৈরি নিত্যনতুন নকশার আসবাবপত্রের সারি সারি দোকান। যেখানে মাত্র ৪০০/৫০০ থেকেই শুরু বিভিন্ন আসবাবপত্রের দাম । ক্রেতাদের চাহিদা অনুযায়ী এখানে আকর্ষণীয় ডিজাইনে আসবাবের ওপর নিত্যনতুন নকশার কারুকাজ করে যাচ্ছেন শ্রমিক এবং কারিগররা।
বাসায় কাঠের মিস্ত্রি এনে কাঠ থেকে খাট, চেয়ার-টেবিল বানানো কিংবা রং বার্নিশ দেওয়ার দৃশ্য এখন শহরে বিশেষ চোখে পড়ে না। নতুন সংসার, অফিস কিংবা প্রতিষ্ঠান চালু, কিংবা ঘরের প্রয়োজনে লোকজন এখন তৈরি কাঠের আসবাবের দিকেই নজর দেন। বিশেষ করে খাট, টেবিল, আলমারির চাহিদা এখন ব্যাপক। সস্তায় তুলনামূলক ভালো মানের ফার্ণিচার পাওয়া যায় বলে সন্তুষ্ট ক্রেতারাও ।
স্থানীয় ষাটোর্ধ্ব একজন শ্রমিক দেশি হাতিয়ার দিয়ে কাঠ খোদাই করছেন, যিনি এখানে কাজ করছেন দীর্ঘ ৩৭ বছর ধরে। কাজের পরিস্থিতি কেমন জিজ্ঞেস করলে তিনি বলেন দুটো চেয়ার বানালে মজুরি পান কেবল ২৫০ টাকা
এখানে বিভিন্ন ডিজাইনের ড্রেসিং টেবিল, সোফা, আলনা, ওয়্যারড্রব, আলমারি ইত্যাদি ফার্নিচার পাওয়া যায় । এগুলোর মূল্য আকার ও ডিজাইন অনুযায়ী নির্ধারণ করা হয় । বিশেষ করে মধ্যবিত্ত পরিবারের ক্রেতাদের সংখ্যাই বেশি এখানে ।