মানুষকে মৃত্যুর ‘স্বাদ’ দিতে ‘কফিন ক্যাফে’ চালু জাপানে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

জন্মিলে মরতে হয়, আমরা সবাই জানি। আর তাই বলা হয় মানুষ মরণশীল। এটাই চরম সত্য। মৃত্যু কেমন, এরপরই বা কী হয়—সে অভিজ্ঞতা আগে থেকে পাওয়া সম্ভব নয়। তবে জাপানে খোলা হয়েছে ‘কফিন ক্যাফে’ নামের একটি সেবা। সেখানে অর্থ খরচ করলেই কিছুক্ষণ সময় কাটানো যাবে কফিনের মধ্যে। কফিনে শুয়ে জীবন ও মৃত্যু সম্পর্কে নিজেদের চিন্তাভাবনা ঝালিয়ে নিতে পারবেন জীবিত ব্যক্তিরা।

কফিন ক্যাফে সেবাটি খোলা হয়েছে জাপানের চিবা অঞ্চলের ফুৎসু শহরে। কফিন ক্যাফের মালিক প্রতিষ্ঠান ১৯০২ সাল থেকে জাপানে শেষকৃত্য–সংক্রান্ত সেবা দিয়ে আসছে। এরই মধ্যে গত সেপ্টেম্বরে প্রতিষ্ঠানটির এক কর্তার মাথায় কফিন ক্যাফে চালু করার বুদ্ধি আসে। তাঁদের যে ভবনে শেষকৃত্য–সংক্রান্ত সেবা দেওয়া হয়, সেটিরই দ্বিতীয় তলায় গেলে পাওয়া যাবে এই ক্যাফে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.