জমে উঠেছে চট্টগ্রামে ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা ২০২৪। মাসব্যাপি এই মেলাটি চলছে নগরীর জিইসি মোড়স্থ জিইসি কনভেনশন সেন্টারে পার্কিং মাঠে। এসেছে নিত্য ব্যবহার্য বিভিন্ন পণ্যের পাশাপাশি শাড়ি সহ আরো অনেক ধরণের বাহারী পণ্যে।
দাম কিছুটা কম থাকায় ভিড় জমাচ্ছেন ক্রেতারাও।মেলায় বসেছে দেশের বিভিন্ন প্রান্তে গড়ে উঠা বিভিন্ন প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের পসরা। দেশীয় শিল্পের উৎপাদিত বিভিন্ন পণ্যের দাম বাজারের তুলনায় মেলায় কিছুটা কম রাখা হচ্ছে বলে জানান বিক্রেতারা।
বিক্রেতাদের সাথে কথা বলে জানা যায়,মেলায় ক্রেতার সংখ্যা সন্তোষজনক। বিশেষ করে বিকেল থেকে রাত পর্যন্ত ক্রেতার সমাগম বেশি হচ্ছে। তবে জিনিপত্রের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকায় বেচা-কেনা বেশ ভাল হচ্ছে।
এসব দোকানে পাওয়া যাবে হাতে তৈরি ঢাকাই জামদানী, তাঁতের শাড়ি, কুটির শিল্প, বড়দের ও ছোটদের বিভিন্ন ধরনের খেলনা সামগ্রী, পোশাক ও প্রসাধনী। আরো রয়েছে ফুলের টব, ও হাতে তৈরি প্যাকেটজাত নানা খাদ্য সামগ্রী।
ঝামেলামুক্ত পরিবেশে নিজেদের পছন্দের পণ্যটি কিনতে পারছে বলে জানান ক্রেতারা। মেলা থেকে নতুন জিনিস কিনতে পেরে খুশী শিশুরাও। মেলা চলবে প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত। এর আগে অক্টোবর ২৮ তারিখে মেলাটি উদ্ভোদন করা হয় যা চলবে পুরো নভেম্বর মাস জুড়ে।